New Sea Beach: অনেক হল দীঘা, মন্দারমনি, তাজপুর! এবার ঘুরে আসুন দীঘার কাছেই এই সমুদ্র সৈকত

Visit this new Sea beach near Digha this summer: অনেক তো হলো দীঘা, তাজপুর, মন্দারমনি, শংকরপুর। এবার না হয় একটু অন্য ঠিকানায় যাওয়া যাক। ইতিমধ্যে স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গেছে। ধারে কাছে কোথাও একটা ঘুরে আসাই যায়। এইবারের গরমের ছুটিতে চেনা জায়গায় নয়, যাওয়া যাক অচেনা এক জায়গায়। দিঘার খুব কাছেই রয়েছে আরও একটি সমুদ্র সৈকত (New Sea Beach)। সেখানে দীঘার মত এত ভিড় নেই, নিরিবিলি সমুদ্র সৈকতে বসে সময় কাটাতে চাইলে এই জায়গাটি আপনার পছন্দ হবেই।

বঙ্গোপসাগরের উপকূল ভাগ ৬৫ কিলোমিটার দূর অব্দি বিস্তৃত পূর্ব মেদিনীপুরে। এর মধ্যে মাত্র কিছু অংশই জনপ্রিয়তা পেয়েছে। দীঘা, মন্দারমনি, তাজপুর, শংকরপুর এইসব এলাকায় মানুষের ভিড় উপচে পড়ছে। কিন্তু যে অংশগুলি এখনো তেমন ভাবে জনপ্রিয়তা পায়নি, সেখানেও রয়েছে মন কারা সৌন্দর্য্য। পরিচিত জায়গায় তো অনেক বার গিয়েছেন এইবার না হয় গরমের ছুটি কাটানোর জন্য একটু অপরিচিত জায়গার খোঁজ করা যাক। কিছুটা সময় কাটিয়ে দেয়া যাবে সমুদ্র সৈকতে (New Sea Beach) এমনই জায়গার খোঁজ রইল আজকের প্রতিবেদনে।

কাঁথি শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে দীঘার খুব কাছেই অবস্থিত আরও একটি সমুদ্র সৈকত। যার নাম বাঁকিপুট সমুদ্র সৈকত। এখানে উপচে পড়া ভিড় নেই, তাই আনন্দ নষ্ট হবার ভয়ও নেই। সঙ্গী শুধুমাত্র লাল কাকড়া। সমুদ্রের ধারে বসে থাকলে সমুদ্রের ঢেউ এসে পা ধুয়ে দিয়ে যায়, পাখিদের কলকাকলি, কাজের উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দেওয়া জাহাজ, নৌকার বয়ে চলা সবকিছুই আপনাকে আকর্ষিত করতে বাধ্য। নানা রকম গাছ গাছালিতে ভরা এই নিরিবিলি শান্ত সমুদ্র সৈকতটির (New Sea Beach) প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে।

আরও পড়ুন 👉 Darjeeling Tour Plan: পকেটে ৬০০০ থাকলেই হেসেখেলে ঘুরে আসা যাবে দার্জিলিং! শুধু প্ল্যান করতে হবে এইভাবে

ঘন জঙ্গলে ঢাকা শান্ত পরিবেশের নীরবতার মাঝে বসে সমুদ্রের জোয়ার ভাটা দেখতে খুব একটা মন্দ লাগবে না। বাঁকিপুট সমুদ্র সৈকতে পর্যটকদের থাকার জায়গা বলতে রয়েছে একটি মাত্র রিসোর্ট। অনেকটা জায়গা জুড়ে অবস্থিত সাজানো-গোছানো রিসোর্ট টির নাম ঝিনুক রেসিডেন্সি। এই রেসিডেন্সিতে এসি, নন এসি সবরকম রুমের ব্যাবস্থা আছে। চার বেলার খাওয়া দাওয়া নিয়ে এই রেসিডেন্সিডে থাকা খাওয়ার খরচা একেবারেই সাধ্যের মধ্যে।

বাঁকিপুটের আশেপাশে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। পেটুয়াঘাট মৎস্য বন্দর, কপালকুণ্ডলা মন্দির, দরিয়াপুর লাইট হাউস ইত্যাদি ঐতিহাসিক স্থানগুলিও ঘুরে আসতে পারেন একই সাথে। ট্রেন বা বাসে করে কলকাতা থেকে কাঁথি অব্দি যেতে হবে। তারপর সেখান থেকে সোজা বাঁকিপুট সমুদ্র সৈকত। চাইলে গাড়ি ভাড়া করেও কলকাতা থেকে সরাসরি বাঁকিপুট সমুদ্র সৈকতে (New Sea Beach) যাওয়া যেতে পারে। তাহলে ভিড়ভাট্টা এড়িয়ে এবারের গরমের ছুটিতে (Summer Vacation) কয়েকটা দিন শান্ত, নিরিবিলিভাবে কাটিয়ে আসা যাক বাঁকিপুট সমুদ্র সৈকতে।