Tourist Destination in Jhargram: উৎসবের মরশুম এবার শেষ, কিন্তু বাঙালির মন খারাপ করার কোন কারণ নেই। সামনেই আসছে শীত এবং এই শীতেই ঘুরে আসতে পারেন কাছে কিংবা দূরের যেকোন জায়গা থেকে। শীতের আগমন ঘটলেই ভ্রমণপিপাসু মানুষদের মন আনচান করে ওঠে। পশ্চিমবঙ্গের জঙ্গলমহল পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম জায়গা। তাই শীত পড়ার আগেই ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে।
সবুজ শাল জঙ্গলের টানে সারা বছরই পর্যটকের ভিড় জমে জঙ্গলমহলে। শীতের মরশুমে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। তাই নভেম্বর মাসে হেমন্তের মনোরম পরিবেশে ঘুরে আসুন জঙ্গলমহল থেকে। জঙ্গলমহল অর্থাৎ ঝাড়গ্রামে পর্যটকদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে একটি নতুন হোমস্টে(Tourist Destination in Jhargram)। ঝাড়গ্রাম শহরের কাছেই চালু হয়েছে মনোরম পরিবেশের মধ্যে বনভূমি হোম-স্টে।
আরো পড়ুন: ফিকে হলো রাস্তার নীল রং, বর্ধমানের প্লাস্টিকের রাস্তা খেল দেখালো দেড় বছরে
ঝাড়গ্রাম শহর (Tourist Destination in Jhargram) থেকে মাত্র এক কিলোমিটার দূরে রাধানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার গ্রাম অর্থাৎ খোঁয়াব গাঁ সংলগ্ন সাড়ে চার বিঘা জমির উপর তৈরি করেছে তিন বন্ধু মিলে পর্যটকদের জন্য তৈরি করেছে এই নতুন হোমস্টে। নাম দেওয়া হয়েছে বনভূমি হোম-স্টে। শান্ত এবং নিরিবিলি পরিবেশে থাকার জন্য এর থেকে ভালো জায়গা আর হতে পারে না। পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে যদি সময় কাটাতে চান তাহলে একবার ঘুরেই দেখতে পারেন এই জায়গাটি। এখানে পর্যটকদের আকর্ষণের জন্য রয়েছে সেলফি জোন, রয়েছে প্রজাপতি পার্ক, বেশিরভাগ সময় দেখতে পাবেন এখানে ঘুরে বেড়াচ্ছে কয়েক হাজার প্রজাপতি। হোম-স্টের পাশেই রয়েছে ঝাড়গ্রামের রাজাদের পুরানো রাজাবাঁধ যা অনেকের কাছে কেঁচন্দাবাঁধ নামে পরিচিত। যদি এখানে ঘুরতে এসে এই হোমস্টেতে ওঠেন তাহলে বিকেলবেলায় কেচন্দাবাঁধ ও কেচন্দা বাঁধের সংলগ্ন শাল জঙ্গলে ঘুরে দিব্যি সময় কাটানো যেতে পারে।
আরো পড়ুন: এবার হুস করে চলে যাওয়া যাবে দীঘায়, নতুন বাইপাস নিয়ে বৈঠক রাষ্ট্রের
যাদের হাতে সময় বেশি নেই কিন্তু ঘোড়ার আগ্রহ প্রবল তারা এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন। কলকাতা থেকে খুব একটা দূরে নয় কাছেই রয়েছে বনভূমি হোম-স্টে। কিভাবে যাবেন? হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে আসতে হবে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে নেমে টোটোতে করে লালবাজার বা খোঁয়ান গাঁ ১০ মিনিটের পথ। সোনাঝুরি বাগানের বুক চিরে লাল মোরাম রাস্তা ধরে সহজেই পৌঁছাতে পারবেন বনভূমি হোমস্টেতে। হোমস্টের পরিবেশটি অতি মনোরম, এখানে ঘুরতে এসে বিকেলবেলা আশেপাশের জায়গা ঘুরে দেখলে দিব্যি সময় কেটে যাবে। বেলায় এখানে চা ,কফির পাশাপাশি পাওয়া যায় নানা রকমের মুখরোচক স্ন্যাকস। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর এর থেকে ভালো ডেস্টিনেশন আর হতে পারে না।
এখানে (Tourist Destination in Jhargram) যেসব পর্যটকরা আসবেন তারা অবশ্যই রাতে যাপন করবেন তাই এই হোমস্টেতে থাকতে গেলে বুকিং করতে হবে আগে থেকে। এখানে পেয়ে যাবেন চারটি বিলাসবহুল কটেজ। দুটি ডাবল বেডের নাম দেওয়া হয়েছে মহুল ও শিমুল এবং দুটি সিঙ্গেল বেডের কটেজ সেইগুলির নাম রাখা হয়েছে শাল এবং পলাশ। যারা বুকিং করে আসতে চান তাদের জন্য নিম্নে নম্বরটি দেওয়া হল 9734845570 /7866982112 ।