Vietnam: পকেটে ১৫০০ টাকা থাকা মানেই রাজা, বিদেশের এই সব জায়গা ঘুরতে গিয়ে কোনো চাপই হবে না

If you want to travel abroad, visit Vietnam at a low cost: বেড়াতে যেতে তো প্রতিটি মানুষই ভালোবাসেন। দেশের মধ্যে বিভিন্ন ছোটখাটো ট্রিপে যান অনেকেই। কিন্তু বিদেশ ভ্রমণের একটি সুপ্ত বাসনা মনের মধ্যে থেকেই যায়। তবে ইচ্ছে থাকলেই সেই ইচ্ছে পূরণের মতো ক্ষমতা সকলের হয় না। কারণ বিদেশ ভ্রমণ মানেই বিস্তর অর্থ ব্যয়। তাই মনের ইচ্ছেকে মনের মধ্যেই চেপে রাখতে হয় সাধারণ মধ্যবিত্ত মানুষকে। তবে আজই প্রতিবেদনে আপনাদের যে জায়গাটির সন্ধান দেবো যেখানে গেলে একদিকে যেমন আপনার বিদেশ ভ্রমণের ইচ্ছা পূরণ হবে ঠিক তেমনি খরচ হবে একেবারেই অল্প। শুধু তাই নয় অল্প খরচে যেন রাজার মতো ঘুরতে পারবেন আপনি।

সেই দেশটির নাম হল ভিয়েতনাম (Vietnam)। এই স্থানে ভারতীয় রুপি ডলারের মতো অত্যন্ত শক্তিশালী। এই কারণে এই দেশে মাত্র ১০০০ টাকা নিয়ে গেলেও তার মূল্য লাখ টাকার কাছাকাছি। আর সেই পরিমাণ টাকা নিয়ে আপনি অনায়াসে এই দেশটিকে ঘুরে দেখতে পারবেন। সারা বিশ্বেই ভ্রমন প্রিয় মানুষদের কাছে এই দেশ জনপ্রিয়তা লাভ করেছে। এখানকার স্ট্রিট ফুড, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মুগ্ধ হতে প্রচুর মানুষ এখানে এসে ভিড় জমান।

ভারতীয় টাকার হিসেবে খুব অল্প টাকায় আপনি ঘুড়ে নিতে পারবেন এই দেশটি। উপভোগ করতে পারবেন এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সেই সঙ্গে ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন। ভারতীয় রুপিতে ১ টাকা হল ২৯১ ভিয়েতনামিজ ডং এর সমান। ফলে অল্প টাকায় খুব সহজেই ভিয়েতনামে (Vietnam) গিয়ে হোটেলে থাকা এবং খাওয়ার খরচ মেটানো সম্ভব। ভিয়েতনামের যে কোনও প্রান্তে সহজেই ভ্রমণ করা যায় অত্যন্ত কম খরচে।

আরও পড়ুন 👉 Maldives Currency: ভারতের ১০০ টাকা নিয়ে মালদ্বীপ গেলে কত পাবেন! জানুন হিসেব-নিকেশ

সারা বছরই ভিয়েতনামে (Vietnam) পর্যটকদের ভিড় চোখে পড়ে। তবে বেশিরভাগ মানুষ ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে এই দেশে যেতে পছন্দ করেন। কম খরচে বছর শেষে ভিয়েতনামে গিয়ে নতুন বছর উদযাপন করে আসেন বহু পর্যটক। শীতকালের সময়টিতে ভিয়েতনামের প্রকৃতিও যথেষ্ট মনোরম। প্রকৃতির এই রূপ দেখতেও বহু মানুষ ভিড় করেন ভিয়েতনামের নানা প্রান্তে। হালং বে, হোই অ্যান ইত্যাদি স্থানগুলিতে সব থেকে বেশি পর্যটকদের ভিড় চোখে পড়ে।

ইউনেস্কো ১৯৯৪ সালে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান গুলির মধ্যে স্থান দিয়েছে ভিয়েতনামকে। ভিয়েতনামের সম্পূর্ণ ইতিহাস যেন ছড়িয়ে আছে এই দেশে আনাচে কানাচে। প্রাচীন বিভিন্ন স্থাপত্য-ভাস্কর্যর পাশাপাশি আধুনিক স্থাপত্য, গোল্ডেন প্যাগোডা, জাদুঘর এবং ঐতিহ্যবাহী মার্কেট সমস্ত স্থানই পর্যটকদের মন জয় করে নেয়। একে আবার শান্তির শহর হিসেবেও চিহ্নিত করা হয়। তাই আপনারও যদি বিদেশ ভ্রমণ করার ইচ্ছে থাকে তবে হাতে দেড় হাজার টাকা নিয়েই ঘুরে আসতে পারেন ভিয়েতনাম থেকে