Volkswagen: ফোক্সভাগেন চলতি মাসেই গ্রাহকদের জন্য নিয়ে আসলো এক দুর্দান্ত খবর। এই জার্মান গাড়ি নির্মাণকারী সংস্থা তাদের VolksFest 2024-এর আওতাধীন ক্রেতাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্টের ঘোষণা করেছে। সেপ্টেম্বর মাসে যেসব গ্রাহকেরা Virtus, Taigun, Tiguan-এর মত প্রিমিয়াম গাড়ি কিনবে তারা পেয়ে যাবে সর্বাধিক ২.৩০ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। এই সাশ্রয় করার সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাইবে না। এছাড়া অ্যাড-অন সার্ভিস হিসেবে রয়েছে সার্ভিস প্যাকেজ এবং অ্যাড-অন ওয়ারেন্টি। আজকের প্রতিবেদনে বিস্তারিত জেনে নিন।
সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, কম্প্যাক্ট এসইউভি Volkswagen Taigun-এ (Volkswagen) সবথেকে বেশি ২.৩০ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। ১০.৯০ লক্ষ টাকা মূল্যের এন্ট্রি-লেভেল Taigun 1.0 TSI Comfortable-এ রয়েছে ৮০,০০০ টাকার অফার। এর টপ লাইন ১.০ TSI-তে ডিসকাউন্ট দেওয়া হবে ১.৮৬ লক্ষ টাকা। পাশাপাশি আবার Taigun GT ১.৫ TSI DSG-এ ২.২৮ লক্ষ টাকা ছাড় মিলছে।
বিদেশি এই গাড়ি কোম্পানিটি (Volkswagen) গ্রাহকদের জন্য যে এত বড় সুযোগ এনেছে তা অকল্পনীয়। Taigun GT ১.৫ TSI MT-তে ১.৯৭ লক্ষ টাকা এবং GT Plus Chrome ১.৫ TSI DSG ও GT Plus Sport ১.৫ TSI DSG-তে যথাক্রমে সর্বোচ্চ বেনিফিট দেওয়া হবে ২.৩০ লক্ষ ও ২ লক্ষ টাকার। Volkswagen এর পক্ষ থেকে গ্রাহকদের আকৃষ্ট করার জন্যই নেওয়া হয়েছে এই পদক্ষেপ।
Virtus-এর এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট Comfortline ১.০ TSI পেয়ে যাবেন ১১.৫৬ লক্ষ টাকায় নয় বরং ১০.৯০ লক্ষ টাকায়। এক্স-শোরুম মূল্যের Virtus-এর এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট Comfortline 1.0 TSI ডিসকাউন্ট যোগ হওয়ার ফলে এখন ১০.৯০ লক্ষ টাকায় কেনা যাচ্ছে। Virtus Highline 1.0 TSI MT-তে ১.৩০ লক্ষ ছাড় চলছে। আবার Highline 1.0 TSI AT ও Topline 1.0 TSI AT-তে যথাক্রমে ১.৫৮ লক্ষ্য এবং ১.৩৭ লক্ষ টাকার বেনিফিট অফার করা হচ্ছে। GT Plus 1.5 TSI DSG ভ্যারিয়েটে দেওয়া হচ্ছে ৯৪,০০০ টাকার আর্থিক লাভ।
আরো পড়ুন: অবশেষে খুলতে চলেছে চেন্নাইয়ের বন্ধ কারখানা, আবেদন জানালো গাড়ি নির্মাণকারী সংস্থা ফোর্ড
কোম্পানির (Volkswagen) পক্ষ থেকে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত এই অফারটি বৈধ থাকবে। কোনো গ্রাহক যদি Tiguan কেনেন তাহলে সংস্থা তাকে ২.২৫ লক্ষ টাকা সাশ্রয় করার সুযোগ করে দেবে। তার মধ্যে থাকবে এক লক্ষ টাকার ক্যাশ বেনিফিট এবং ৭৫,০০০ টাকার এক্সচেঞ্জ বেনিফিট। পাশাপাশি পাওয়া যাবে ৫০,০০০ টাকার কর্পোরেট বেনিফিট।
তবে ফোক্সভাগেন (Volkswagen) আদৌ এই বিশাল অংকের ডিসকাউন্ট দিচ্ছে কিনা তা আমরা যাচাই করে দেখিনি। মনে করা হচ্ছে অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের পরিমাণ আলাদা হতে পারে। যদি নিকটবর্তী শোরুম থেকে গাড়ি কেনেন তাহলে এইসব বিষয়গুলি ভালোভাবে খতিয়ে দেখবেন।