Discount on Restaurant: টানা দু’দিন রেস্তোরাঁ, হোটেলে ২০% ছাড়! ভোট নিয়ে একটি শর্তে দুর্দান্ত উদ্যোগ কমিশনের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : হোটেল হোক অথবা রেস্তোরাঁ, এই ধরনের খাবারের জায়গার এখন দিন দিন চাহিদা বাড়ছে। এখন দেশের বড় সংখ্যার মানুষ, বিশেষ করে শহরাঞ্চলের মানুষেরা সুযোগ পেলেই রেস্তোরাঁ অথবা হোটেলে খেতে ছুটে যান। এই ধরনের মানুষদের জন্য এবার একটি বড় সুখবর দিল নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন ভোট পরিচালনা করে থাকে তারাই এই সুখবর দিয়েছে।

Advertisements

নির্বাচন কমিশন যে সুখবর দিয়েছে সেই সুখবর অনুযায়ী টানা দু’দিন হোটেল হোক অথবা রেস্তোরাঁয় খাবারের বিলে ২০ শতাংশ ছাড় (Discount on Restaurant) দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণা খাদ্য রসিকদের কাছে দুর্দান্ত সুখবরের থেকে আর বড় কিছু হতে পারে না। কেননা এই ঘোষণা অনুযায়ী কেউ যদি ১০০০ টাকা বিল করেন তাহলে তিনি ২০০ টাকা ছাড় পাবেন। যে ২০০ টাকা দিয়ে আবার অন্য কিছু খাওয়া যাবে।

Advertisements

আগামী ১৯ এপ্রিল দেশে শুরু হচ্ছে প্রথম দফার নির্বাচন। এই নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত এবং ৪ জুন ফলাফল প্রকাশ করা হবে। ঘোষণা অনুযায়ী প্রথম দফা ভোট অর্থাৎ ১৯ এপ্রিল ও তার পরদিন ২০ এপ্রিল হোটেল, রেস্তোরাঁয় এই ছাড় দেওয়া হবে। তবে এই ছাড় কিন্তু দেশের সমস্ত রাজ্যের দেওয়া হবে না। মূলত নির্বাচন কমিশনের তরফ থেকে উত্তরাখণ্ডের সমস্ত হোটেল ও রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের সঙ্গে মৌ স্বাক্ষর করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এই ছাড় দেওয়া হবে উত্তরাখণ্ডের সমস্ত হোটেল ও রেস্তোরাঁয়।

Advertisements

আরও পড়ুন ? Drinking Water in Restaurant: রেস্তোরাঁয় পানীয় জলের নামে টাকা নেওয়ার দিন শেষ! মোটা অঙ্কের জরিমানা করলো কনজিউমার আদালত

১৯ এবং ২০ এপ্রিল এমন ছাড় দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ওই সময়ের মধ্যে যে সকল গ্রাহকরা খেতে যাবেন তারা এমন ছাড়ের সুযোগ পাবেন। আবার এই ছাড় সমস্ত গ্রাহকদের দেওয়া হবে তাও কিন্তু নয়। এই ছাড় দেওয়া হবে সেই সকল গ্রাহকদের যারা ভোট দেবেন তারাই। অর্থাৎ ভোট দানকে উৎসাহিত করার জন্যই এমন পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে ছাড় নেওয়ার জন্য গ্রাহকদের আঙুলে ভোটের কালি দেখাতে হবে।

জানা যাচ্ছে, ভোট প্রদানকারী গ্রাহকদের এই ছাড় দেওয়া শুরু হবে প্রথম দফা ভোটের দিন অর্থাৎ ১৯ এপ্রিল বিকালের পর থেকে এবং তা চলবে পরদিন অর্থাৎ ২০ এপ্রিল পর্যন্ত। ভোটদানে উৎসাহিত করার জন্য এর আগেও এইরকম অনেক ছাড় ঘোষণা করতে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়। তবে একসঙ্গে এত সংখ্যক হোটেল, রেস্তোরাঁয় ছাড় দেওয়ার ঘটনা এই প্রথম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements