Karmashree Scheme of WB Govt: ১০০ দিনের কাজ অতীত, এবার আসছে মমতার নতুন প্রকল্প, মিলবে দ্বিগুণ টাকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র হোক অথবা রাজ্য, দেশের প্রত্যেক সরকারের তরফ থেকেই দেশের নাগরিকদের কল্যাণের জন্য কোন না কোন প্রকল্প চালু করা হয়ে থাকে। কেন্দ্র সরকারের তরফ থেকে যে সকল প্রকল্প চালু করা হয়েছে তার মধ্যে ১০০ দিনের কাজ (100 days work) একটি অন্যতম প্রকল্প, যেটি MGNREGA প্রকল্প। কেন্দ্র সরকারের এই প্রকল্প নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অভিযোগের শেষ নেই।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে, ১০০ দিনের কাজের যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কাজের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে টাকা না দেওয়ার কারণ হিসেবে হিসাব সহ বিভিন্ন কারণ উল্লেখ করা হচ্ছে। আর এইসব তর্কবিতর্কের মধ্যেই সোমবার পূর্ব মেদিনীপুর থেকে নতুন এক প্রকল্পের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)।

Advertisements

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নতুন যে প্রকল্পের কথা জানিয়েছেন সেই প্রকল্পে দ্বিগুণ টাকা পাবেন উপভোক্তারা বলেও দাবি করেছেন। তার ঘোষণা অনুযায়ী, ৫০ দিনের কাজ করলেই ১০০ দিনের কাজের সমান টাকা দেওয়া হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ১০০ দিন কাজ করতে হবে না, পরিবর্তে ৫০ দিন কাজ করলেই ১০০ দিনের কাজের সমান টাকা দেওয়া হবে রাজ্যের বাসিন্দাদের।

Advertisements

আরও পড়ুন ? New Railway Project: আরও সহজ হবে যাতায়াত, দক্ষিনবঙ্গে ৪টি রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন এই প্রকল্পের ঘোষণা করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, “যেহেতু কেন্দ্র সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, তাই আমরা একটা নতুন কাজ করছি। এমনিতেও ১০০ দিনের কাজ নামটা থাকলেও ৩০-৩৫ দিনের বেশি বছরে কাজ পাওয়া যেত না। আর বাংলায় এক নম্বরে ছিল।” এই সকল অভিযোগ এবং দাবি-দাওয়ার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নতুন যে প্রকল্প চালু করবেন বলে জানিয়েছেন তার নাম হল কর্মশ্রী প্রকল্প (Karmashree Scheme of WB Govt)।

নতুন এই প্রকল্প আগামী এপ্রিল থেকে মে মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যে সকল জব কার্ড হোল্ডাররা রয়েছেন তারা এই প্রকল্পে কাজের সুযোগ পাবেন। রাজ্যের জব কার্ড হোল্ডারদের প্রতি বছর ৫০ দিনের কাজ নিশ্চিত করা হবে বলেও তিনি দাবি করেছেন। আর এই প্রকল্পের মধ্য দিয়ে ৫০ দিনের কাজের পরিপ্রেক্ষিতে ১০০ দিনের টাকা পাওয়া যাবে।

Advertisements