New Railway Project: আরও সহজ হবে যাতায়াত, দক্ষিনবঙ্গে ৪টি রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুদিনের বঙ্গ সফরে এসে হাজার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন। পশ্চিমবঙ্গে যে সকল উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন হলো তা ১৫ হাজার কোটি টাকার। এই সকল প্রকল্পের মধ্যে যেমন রয়েছে রেল প্রকল্প (New Railway Project) ঠিক সেই রকমই আবার রয়েছে জাতীয় সড়ক প্রকল্পও। এই সমস্ত প্রকল্প দক্ষিণবঙ্গের মানুষদের যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অনেক সুবিধা প্রদান করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার নদীয়ার কৃষ্ণনগর থেকে এই সকল সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। এই সকল সরকারি প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের ভাষণে জানান, পশ্চিমবঙ্গকে উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এই সকল প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের আর্থিক উন্নয়নের গতি বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়বে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন পুরুলিয়া জেলার দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের শিল্যান্যাস করলেন। মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ৬৫০ কোটি টাকার বিনিময়ে তৈরি হওয়া ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন ব্যবস্থার উদ্বোধন হলো। এছাড়াও জাতীয় সড়ক এবং রেলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন 👉 New Saffron Color Vande Bharat Express: নীল সাদা নয়, এবার বাংলায় এলো নতুন কমলা রঙের বন্দে ভারত, চলবে এই রুটে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে ১৯৮৬ কোটি টাকায় ১২ নম্বর জাতীয় মহাসড়কের ফারাক্কা থেকে রায়গঞ্জ সেকশনের ১০০ কিলোমিটার দীর্ঘ রাস্তা চার লেনে উন্নীত করার জন্য কাজের উদ্বোধন হলো। অন্যদিকে ৯৪০ কোটি টাকারও বেশি খরচে চারটি রেল প্রকল্পের উদ্বোধন হলো। যে চারটি রেল প্রকল্প হলো দামোদর থেকে মহিষিলা পর্যন্ত লাইন ডবল লাইনে পরিণত করা, রামপুরহাট ও মুরারইয়ের মধ্যে তৃতীয় লাইন, বাজারসাউ থেকে আজিমগঞ্জ পর্যন্ত রেললাইন ডবল লাইনে পরিণত করা এবং আজিমগঞ্জ ও মুর্শিদাবাদের মধ্যে নতুন একটি রেল লাইন।

এই সকল রেল প্রকল্পের মধ্যে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত রেললাইন আলাদা গুরুত্ব এনে দিয়েছে। এই রেল লাইনের মোট দৈর্ঘ্য হল ৭ কিলোমিটার এবং এর জন্য ১৬০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে। নতুন এই যে রেললাইন তৈরির কাজের উদ্বোধন করা হল তার মধ্য দিয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। দুই বঙ্গের মধ্যে বিকল্প পথ তৈরি হবে নতুন এই রেল লাইনের মাধ্যমে। এছাড়াও ভাগীরথী নদীর তীরে অবস্থিত শহরগুলি সংযুক্ত হয়ে যাবে।