সহজেই অনলাইনে মিলবে চাকরির দিশা, নয়া প্রকল্প রাজ্যের

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি বেকার যুবক-যুবতীদের স্বপ্ন থাকে চাকরি করে স্বনির্ভর হওয়ার। তবে বর্তমানে দেশ এবং রাজ্যে যেভাবে দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তাতে এই চাকরি পেতে হন্যে হতে হচ্ছে বেকার যুবক যুবতীদের। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এমন এক প্রকল্প চালু করা হলো যা সহজেই চাকরির দিশা দেখাতে পারে চাকরিপ্রার্থীদের।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বেকার যুবক-যুবতীদের চাকরির দিশা দেখানোর জন্য অনলাইনে ব্যবস্থা আনা হয়েছে। এর ফলে তারা বাড়িতে বসেই সহজে চাকরির দিশা পাবেন। হন্যে হয়ে তাদের ঘুরতে হবে না এবং বাড়িতে বসে চাকরির দিশা পেয়ে চাহিদা মত আবেদন করতে পারবেন।

এই প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হলো আমার কর্মদিশা। এই প্রকল্পের মধ্য দিয়ে চাকরির খোঁজ পেতে বেকার যুবক-যুবতীদের লগইন করতে হবে https://amarkarmadisha.wb.gov.in ওয়েবসাইটে। সেখানে কিভাবে চাকরির খোঁজ পাওয়া যাবে তারই সন্ধান নিয়ে আমরা হাজির।

এই ওয়েবসাইটে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নম্বর এবং জন্ম তারিখ। লগইন করার সময় যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে সেখানে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় দিয়ে সাবমিট করা হলে আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য চাওয়া হবে। সেখানে যাবতীয় তথ্য পূরণ করতে হবে এবং সেগুলিকে সেভ করে সংরক্ষিত করে রাখতে হবে। এই ওয়েবসাইট থেকেই আপনাকে চাকরির দিশা দেখানো হবে।

চাকরির দিশা দেখানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে এই ধরনের একটি ওয়েবসাইট চালু করার পরিকল্পনা দীর্ঘদিন ধরেই নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী তা অবশেষে বাস্তবায়িত হল। এই ব্যবস্থা বহু বেকার যুবক-যুবতীদের সহযোগিতা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।