টোটোর দৌরাত্ম্য ঠেকাতে নড়েচড়ে বসল রাজ্য! জারি হল ৬ দফা গাইডলাইন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাজারে চাহিদার থেকে অনেক বেশি টোটো (Toto) হয়ে যাওয়ার কারণে দিনরাত দৌরাত্ম্য বেড়ে চলেছে। এই দৌরাত্ম্য ঠেকানোর জন্য গত কয়েক বছর ধরেই বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে সেই সকল নির্দেশিকা সঠিকভাবে পালন করা হয় না আর তারই পরিপ্রেক্ষিতে এই পরিস্থিতি থেকে কোনভাবেই রেহাই মিলছে না। তবে এবার এই পরিস্থিতি থেকে রেহাই দেওয়ার জন্য গত কয়েকদিন ধরেই কড়া ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য।

Advertisements

গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গায় টোটো চালকদের ধরপাকড় শুরু হয়েছে। তবে রাজ্য সরকার টোটো চালকদের রুজি রোজগারের কথা মাথায় রেখে একেবারেই টোটো চালানো বন্ধ করে দিতে চাইছে না। এছাড়াও টোটো পরিবেশবান্ধব হওয়ার কারণে সারাদেশে প্রোমোট করা হলেও বেআইনি টোটোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং তাতে লাগাম টানার জন্য এবার ৬ দফা গাইডলাইন প্রকাশ করা হলো। এই গাইডলাইন মেনে টোটো চালকদের রাস্তায় টোটো চালাতে হবে।

Advertisements

১) টোটোর ক্ষেত্রে কোন রকম লাইসেন্স অথবা পর না লাগার কারণে স্থানীয় বেশকিছু গ্যারেজেই কিছু লোহা ইত্যাদিতে ঝাল দিয়ে চাকা লাগিয়ে অজস্র যানবাহন তৈরি করা হচ্ছে আর সেগুলিকে টোটো বলা হচ্ছে। আর এই সকল টোটো রাস্তায় রাস্তায় ভিড় জমিয়ে সমস্যা তৈরি করছে। এক্ষেত্রে এই ধরনের অবৈধ টোটো তৈরি বন্ধ করতে হবে বলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি টোটো তৈরি করতে চান তাহলে তাকে বৈধ অনুমতি নিয়ে তৈরি করতে হবে।

Advertisements

২) টোটো চালকরা যাতে নির্দিষ্ট এলাকার মধ্য দিয়ে নিজেদের যানবাহন চালাতে পারেন তার জন্য এলাকা ভাগ করে দেওয়া হবে। ইচ্ছেমত যে কোন এলাকায় ঢুকে পড়লাম আর ভিড় বাড়ালাম তা চলবে না।

৩) একজন ব্যক্তির কেবলমাত্র একটি টোটো থাকবে। বহুক্ষেত্রেই দেখা যায় এক ব্যক্তির একাধিক টোটো রয়েছে। এক্ষেত্রে যদি এলাকা ভাগ করে দেওয়া হয় অথবা টাইম বেঁধে দেওয়া হয় তাহলে ওই ব্যক্তির হিসাবেই টোটো চালাতে হবে।

৪) রাজ্য এবং জাতীয় সড়কে টোটো চালানো নিষিদ্ধ করা হয়েছে আদালতের তরফ থেকে। এক্ষেত্রে আদালতের নির্দেশ অনুযায়ী কোন ব্যক্তি রাজ্য অথবা জাতীয় সড়কে টোটো নিয়ে উঠতে পারবেন না। শুধু টোটো নয় রাজ্য এবং জাতীয় সড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

৫) একজন টোটো চালক যে এলাকার অর্থাৎ পঞ্চায়েত হোক অথবা পৌরসভা, নিজের এলাকাতেই চালাতে হবে। রিজার্ভের ক্ষেত্রে যদি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় তাহলে যাত্রীকে নামিয়ে এই সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। ফেরার সময় নিজের এলাকার যাত্রী পেলে তাকে নিয়ে আসা যাবে। কিন্তু নিজের এলাকা বাদ দিয়ে অন্য এলাকার যাত্রী বহন করা যাবে না।

৬) এছাড়াও যানজট ঠেকাতে টোটো চালকদের মধ্যে সময় ভাগ করে একবেলা একবেলা করে টোটো চালাতে হবে।

Advertisements