কষ্ট করে, মুখ লুকিয়ে যেতে হবেনা মদের দোকানে, অনলাইনে মদ দেবে রাজ্য

নিজস্ব প্রতিবেদন : মদের উপর নতুন শুল্কনীতি ধার্য করার পর পশ্চিমবঙ্গে বিক্রি অনেক বেড়েছে। আবগারি দপ্তরের শুল্ক আদায় থেকে টের পাওয়া যায়। রাজ্যে মদ বিক্রির পরিমাণ গত দু’বছরের তুলনায় অনেক বৃদ্ধি পাওয়ার পর এবার রাজ্য সরকার বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নিল।

করোনাকালে যখন লকডাউন বা অন্যান্য বিধি-নিষেধ জারি ছিল সেই সময় লক্ষ্য করা গিয়েছিল, পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর তাদের নিজস্ব পোর্টাল থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিল। এই পরিসেবার ক্ষেত্রে বিভিন্ন মদের দোকান অংশগ্রহণ করে। সেখান থেকে অর্ডার করলেই বাড়িতে পৌঁছে যেত বিয়ার, হুইস্কি, রাম ইত্যাদি। এবার এই পরিষেবা কি পাকাপাকি ভাবে চালু করতে চাইছে রাজ্য। স্বাভাবিকভাবেই এই পরিষেবা চালু হলে কষ্ট করে, মুখ লুকিয়ে যেতে হবেনা মদের দোকানে।

বিভিন্ন ই-রিটেল সংস্থার সঙ্গে চুক্তি করে বড় আকারে এই পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। পরিষেবার রাজ্যজুড়ে চালু হলে বাড়িতে বসে অর্ডার করলেই পৌঁছে যাবে নিজের পছন্দের মদ। সরকারিভাবে এই ব্যবস্থাপনাকে বলা হচ্ছে ‘ই-রিটেল’।

আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে, এই বিষয়ে ইতিমধ্যেই একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। এই প্রজেক্টে অংশগ্রহণকারী আগ্রহী সংস্থাদের কাছে ইতিমধ্যেই দরপত্র চাওয়া হয়েছে। সেই সমস্ত সংস্থাকেই আবেদন পত্র জমা করতে বলা হয়েছিল যারা এই পরিষেবা সঠিক ভাবে দিতে পারবে। তবে শর্ত দিয়ে বলা হয়েছে, মদ বিক্রি করা যাবে কেবলমাত্র সাবালকদের।

সূত্র মারফত জানা যাচ্ছে, এই পরিষেবা প্রদানের জন্য এখনো পর্যন্ত চারটি সংস্থাকে বাছা হয়েছে। এই চারটি সংস্থার মধ্যে একটি সংস্থা কলকাতার এবং বাকিগুলি অন্য রাজ্যের। যদিও কোন সংস্থার সঙ্গে এই কাজ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ফেব্রুয়ারি মাসেই এই বিষয়ে চূড়ান্ত মৌ স্বাক্ষর হবে এবং পরিষেবা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা এপ্রিল মাসে।