মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত, না নয়, রাজ্যকে জানান আপনার মতামত

নিজস্ব প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই অন্যান্য বছরের থেকে নির্ধারিত সময়ে অনেকটা পরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউ তাতেও বাদ সাধে। জুন মাসে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার পূর্ব নির্ধারিত সূচিতেও বদলানো হয়।

জানানো হয়েছিল জুলাই এবং আগস্ট মাসে এই দুটি পরীক্ষা নেওয়া হবে। কিন্তু তারপরেও বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্য সরকার কোনরকম সিদ্ধান্তে আসতে পারছে না। আর এমত অবস্থায় আমজনতার দ্বারস্থ তারা। পরীক্ষা হওয়া উচিত, না নয় তা নিয়ে রাজ্যের বাসিন্দাদের মতামত চাওয়া হলো।

মতামত চাইতে রবিবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছেন। যেখানে তিনি রাজ্য শিক্ষা দপ্তরের একটি বিজ্ঞপ্তি তুলে ধরেছেন। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। যে বিশেষজ্ঞ কমিটির সদস্যরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়া উচিত কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে কিভাবে হবে, যদি না হয় সে ক্ষেত্রে কি ব্যবস্থা হবে খতিয়ে দেখছে। পাশাপাশি এই দুই পরীক্ষা নিয়ে রাজ্যের আমজনতার মতামত চাওয়া হয়েছে।

মতামত জানানোর জন্য তিনটি ইমেল আইডি দেওয়া হয়েছে। যেগুলি হল pbssm.spo@gmail.com, commissionerschooleducation@gmail.com, ও wbssed@gmail.com। এই তিনটি ইমেল আইডির মধ্যে যেকোনো একটিতে আগামীকাল অর্থাৎ সোমবার দুপুর দুটোর মধ্যে নিজেদের মতামত জানাতে হবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে গত বছর থেকেই ছেলেমেয়েদের পড়াশোনার প্রায় লাটে উঠেছে। স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মাঝে মাত্র কিছুদিনের জন্য অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জন্য স্কুলের দরজা খুলে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসম্পূর্ণ থেকে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা।