আচমকা বদলে যাবে আবহাওয়া! বড়দিনে থাকবে না সেই শীতের সুখ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শনিবার, রবিবার পার হলেই সোমবার বড় দিন (ChristMas)। ওই দিনটি প্রতিটি মানুষের কাছেই উৎসবমুখর দিন হয়ে দাঁড়ায়। এরপর আবার শনিবার, রবিবার ও সোমবার টানা তিন দিন সরকারি ছুটি থাকার কারণে অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলেছেন। ঘুরতে যাওয়ার এই প্ল্যানের পাশাপাশি বহু মানুষের কাছেই কৌতুহল, ঐদিন কেমন থাকবে শীতের আমেজ (Winter Update)।

Advertisements

গত কয়েকদিন আগে পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকলেও গত বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই বঙ্গবাসীদের মধ্যে চিন্তা বাড়তে শুরু করেছে, আদৌ ২৫ ডিসেম্বর শীতের আমেজ থাকবে তো! হাওয়া অফিসের তরফ থেকে যা জানানো হচ্ছে তাতে যদি ওই দিন কেউ কনকনে শীত খোঁজেন তাহলে তার তা বৃথা খোঁজা হবে।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া কোন জেলাতেই আপাতত সামনের সপ্তাহের বুধবার পর্যন্ত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে এই সকল জেলায় রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং সকাল থেকে কুয়াশা দেখা যাবে।

Advertisements

আরও পড়ুন ? দীঘা, দার্জিলিং অতীত! এবার দক্ষিণবঙ্গের এই পর্যটন কেন্দ্রে তৈরি হবে রোপওয়ে

অন্যদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান সহ যে সকল জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সেইসব জেলার তাপমাত্রা আচমকা বদলে যাবে। এইসব জেলায় শনিবার থেকেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ লম্বা লম্বা লাফ দিয়ে বাড়তে শুরু করবে। এমনকি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ বড়দিনের সময় এইসব জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে পৌঁছে যাবে।

পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে শুরু করলেও সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোন তারতম্য দেখা যাবে না। সর্বোচ্চ তাপমাত্রা বড়জোর ১ থেকে ২° বাড়া কমা করতে পারে। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বড়দিনের সময় ১৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ থেকে ২৭ ডিগ্রি। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আসন্ন বড়দিনে কোনভাবেই কনকনে শীতের দেখা মিলবে না।

Advertisements