নিজস্ব প্রতিবেদন : চাকরির জন্য দীর্ঘদিন ধরে হবু শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন করতে দেখা যাচ্ছে। তবে সম্প্রতি আদালতে নিয়োগের ক্ষেত্রে জটিলতার নিষ্পত্তি হওয়ার কারণে বিপুল সংখ্যক চাকরি প্রার্থী তাদের কর্মজীবনে যোগ দিতে চলেছেন। তবে এসবের মধ্যেও যাতে চাকরি (WB Government Job) আরও বৃদ্ধি পায় তার জন্য মমতা সরকারের তরফ থেকে নতুন পদক্ষেপ নেওয়া হল।
সরকারি চাকরি পাওয়ার জন্য কোন বেকার যুবক যুবতী না দৌড়াদৌড়ি করে থাকেন। কেননা সরকারি চাকরি একবার কপালে জুটলে ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হয় না। এমন পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের অধিকাংশকেই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে দেখা যায় এবং পরীক্ষায় বসতে দেখা যায়। এই সব বিপুল চাকরিপ্রার্থীদের স্বপ্ন পূরণের জন্য এবার মমতা সরকার (Mamata Government) নতুন নতুন পদ তৈরি করার দিকে কয়েক ধাপ এগোল।
রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নতুন ১২০০টি পদ তৈরি করার বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে। রাজ্য মন্ত্রিসভা এমন অনুমোদন দিয়েছে। গত সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য, স্বরাষ্ট্র, খাদ্য এবং পুর বিষয়ক দপ্তর মিলিয়ে ১২০০ নতুন পদ তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। এই সকল পদের মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে স্বাস্থ্য দপ্তরে।
আরও পড়ুন ? Bihar Girl Government Job: বাস্তবের বিদ্যাসাগর! ৫ দিনে ৫টি সরকারি চাকরি পেয়ে কামাল করলেন এই যুবতী
রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এর আগেও কয়েক হাজার নতুন পদ তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছিল। এর পাশাপাশি পুলিশে যাতে আরও নিয়োগ বৃদ্ধি করা যায় এবং দ্রুত নিয়োগ করা যায় সেই বিষয়েও আলোচনা হয়েছে। সেই সব আলোচনা থেকে পুলিশে বড় সংখ্যক নিয়োগ আগামী দিনে হতে চলেছে তা জানা যাচ্ছে সূত্র মারফত। পুলিশ সহ অন্যান্য বিভিন্ন বিভাগে নিয়োগের ফলে বহু বেকার যুবক-যুবতী কর্মজীবনে পা রাখবেন।
অন্যদিকে নতুন যে সকল পদ তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে সেই সকল পদ তৈরি হলে একদিকে যেমন নিয়োগের রাস্তা খুলে যাবে ঠিক সেই রকমই আবার কর্মরত কর্মীদের পদোন্নতির রাস্তাও অনেক সহজ হবে। ফলে রাজ্য মন্ত্রিসভার এমন অনুমোদন বেকারদের পাশাপাশি কর্মরত সরকারি কর্মচারীদের কাছেও সুখবর হয়ে দাঁড়িয়েছে।