Advertisements

WBSEDCL Alert: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মেসেজ এসেছে? সত্যি না মিথ্যা জানবেন কিভাবে?

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : হঠাৎ করে আপনার মোবাইলে মেসেজ অথবা কল বা হোয়াটসঅ্যাপ এলো, আপনার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এমন অ্যালার্ট (WBSEDCL Alert) আসার পর স্বাভাবিকভাবেই আপনি বিচলিত হয়ে উঠতে পারেন। কিন্তু বিচলিত হওয়ার আগে অবশ্যই জানতে হবে আপনার কাছে আসা ওই অ্যালার্ট আদৌ সত্য নাকি মিথ্যা।

Advertisements

মোবাইলে কল অথবা এসএমএস বা হোয়াটসঅ্যাপ মারফতে এই ধরনের অ্যালার্ট পাঠানো মানেই যে তা সত্যি তা কিন্তু নয়। সম্প্রতি এই বিষয়েই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম (WBSEDCL) গ্রাহকদের মোবাইলে মেসেজ করে তথ্য প্রদান করছে। এমন তথ্য প্রদানের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। কেননা এই ধরনের ভুয়ো অ্যালার্ট পাঠিয়ে অনেক সময় গ্রাহকদের প্রতারণা করা হচ্ছে।

Advertisements

সাম্প্রতিককালে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার দিকে নজর রাখলে দেখা যাবে, গ্রাহকরা সঠিক সময়ে তাদের ইলেকট্রিক বিল দেওয়া সত্বেও তাদের কাছে এমন মেসেজ বা কল বা হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে। এই ধরনের মেসেজ, কল দেখে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে গ্রাহকরা প্রতারণার মুখে পড়ছেন। আসলে এই ধরনের ঘটনায় প্রতারকরা মেসেজ করে সাধারণ মানুষদের থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার নতুন ফাঁদ পেতেছে।

Advertisements

আরও পড়ুন ? WBSEDCL Electric Bill: ইলেকট্রিক বিলের নিয়মে বদল, নতুন পদ্ধতি চালু হলেই স্বস্তি পাবেন গ্রাহকরা

পরিস্থিতির দিকে নজর রেখে WBSEDCL প্রত্যেক গ্রাহকদের সতর্ক করার জন্য এবার একটি করে মেসেজ পাঠাচ্ছে তাদের নম্বরে। যেখানে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে এমন কল করে অথবা মেসেজ করে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন নিগম কারো সঙ্গে যোগাযোগ করার কথা বলে না। সুতরাং এমন কোন মেসেজ এলে আগে জানতে হবে ওই মেসেজটি আদৌ সত্যিই নাকি ভুয়ো। মেসেজটি সত্যি নাকি ভুয়ো জানার জন্য WBSEDCL নির্দিষ্ট উপায় জানিয়ে দিয়েছে।

WBSEDCL এর তরফ থেকে মেসেজ করে জানানো হয়েছে, “বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার ব্যাপারে WBSEDCL কখনোই কল করেনা অথবা হোয়াটস্যাপ/এসএমএস – এর মাধ্যমে কারোর সাথে যোগাযোগ করতে বলেনা। যখনই WBSEDCL এসএমএস পাঠায়, এর প্রেরক আইডি হয় WBSEDC বা WBSDCL।” অর্থাৎ এই ধরনের কোন মেসেজ যদি আসে তাহলে তা আসবে WBSEDC বা WBSDCL আইডি থেকেই। এর পাশাপাশি এই ধরনের মেসেজ করে কিন্তু কারো সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয় না তাও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এমন মেসেজ বা ফোন কল এলে প্রতারণার মুখে পড়ার আগে সতর্ক হতে হবে গ্রাহকদের।

Advertisements