পুজোর আগেই ঘূর্ণাবর্ত, পুজোয় বৃষ্টির প্রবল আশঙ্কা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছর কাটিয়ে ফের একটি দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল বাংলায়। রবিবার মহালয়ার মধ্য দিয়ে আগমন ঘটলো দেবীপক্ষের। পুজোর প্রস্তুতি প্রায়ই সারা হয়ে গেছে। তবে এরই মাঝে সবার মধ্যে একটি প্রশ্ন পুজোয় বৃষ্টি হবে না তো?

Advertisements

দু’বছর পর চলতি বছর সমস্ত রকম বিধি নিষেধ কাটিয়ে দুর্গাপুজো হতে চলেছে। তবে এই বিধি নিষেধহীন দুর্গাপুজোয় এবার থেকে যাচ্ছে বৃষ্টির আশঙ্কা। এমনকি কপাল খারাপ থাকলে বৃষ্টির পাশাপাশি বইতে পারে দমকা হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা যাচ্ছে, এবারের দুর্গাপুজোয় বৃষ্টির কারণে ভণ্ডুল হতে পারে অধিকাংশ পূজোর দিন।

Advertisements

পূর্বাভাস যদি মিলে যায় তাহলে মহাষষ্ঠীর পর থেকেই কালো মেঘ ঘিরে ফেলবে আকাশকে। কারণ দক্ষিণ চীন সাগর থেকে একটি ঘূর্ণাবর্ত মহা সপ্তমীর সকালে প্রবেশ করতে পারে বঙ্গোপসাগরে। তারপর ক্রমশ তা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মহাষ্টমীর বিকেলে ভূ-ভাগে প্রবেশ করতে পারে।

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সমুদ্রের পরিবেশ অনুকূল থাকলে সেই ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপে। বাংলাদেশ থেকে উড়িষ্যার মধ্যে কোন ভূভাগে সেই নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, এই ঘূর্ণাবর্তের নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল।

তবে তিনি এও জানিয়েছেন, সেই নিম্নচাপ কোন দিক দিয়ে ভূভাগে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয়। কোন দিক দিয়ে তা ভূভাগে প্রবেশ করবে তার উপর নির্ভর করছে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং সম্ভাবনা। ওড়িশা উপকূল দিয়ে তা ভূভাগে প্রবেশ করলে মহাসপ্তমী এবং মহাষ্টমীতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যদি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূল দিয়ে ভূভাগে প্রবেশ করে তাহলে মহা সপ্তমী ও মহাষ্টমীতে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। যদিও এই ঘূর্ণাবর্ত খুব বেশি শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম বলেও তিনি জানিয়েছেন।

Advertisements