নিম্নচাপ সরছে পশ্চিম দিকে, ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের পূর্বাভাস মত আগস্টের ৪ তারিখ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয় একটি নিম্নচাপ। গত ২৪ ঘণ্টায় সেই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে নিজের শক্তি বাড়ায়। তবে বর্তমানে এই নিম্নচাপ ক্রমশ নিজের স্থান পরিবর্তন করে পশ্চিমের দিকে সরে যাচ্ছে। যে কারণে বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় উপকূলেও।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে বুধবার রাতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও বৃষ্টিপাত হতে পারে হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। পাশাপাশি গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে গত সপ্তাহ থেকে হাওয়া অফিসের তরফ থেকে যেভাবে বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছিল এখনো পর্যন্ত তেমন অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যায়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বরং হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলা মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। মাঝে মাঝে দমকা হাওয়া লক্ষ্য করা যায়। একই রকম পরিস্থিতি বুধবার সকাল থেকেও। কিন্তু পরিস্থিতি এমনটা থাকলেও বৃষ্টির পরিমাণ খুব কম। পাশাপাশি মেঘলা আকাশের কারণে দিনভর গুমোট গরম লক্ষ্য করা গেছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস আর দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রী সেলসিয়াস। হাওয়া অফিসের পূর্বাভাস আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে।