নিজস্ব প্রতিবেদন : সময় এসে গিয়েছে চলতি বছরের জন্য শীতকে বিদায় দেওয়ার। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জেলা থেকে শীত বিদায় নিতে শুরু করেছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই ঘাম ঝরতে শুরু করেছে। তবে এখনো দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা শীতের মেজাজ বজায় রয়েছে।
অন্যদিকে শীতের বিদায়ের এমন পরিস্থিতিতে নতুন করে বৃষ্টির পূর্বাভাস শোনানো হলো হাওয়া অফিসের (IMD) তরফ থেকে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও দিন তিনেক হালকা শীতের মেজাজ বজায় থাকলেও বৃষ্টি ঝরে পড়ার সঙ্গে সঙ্গেই শীত বিদায় নেবে বলেই মনে করছে হাওয়া অফিস। চলুন দেখে নেওয়া যাক নতুন করে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, বঙ্গোপসাগরের নতুন করে একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণেই দক্ষিণবঙ্গের অন্ততপক্ষে ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হওয়া অফিস। ২১ ফেব্রুয়ারি থেকে আবহাওয়ায় বদল আসতে শুরু করবে। আর সেই বদল দক্ষিণবঙ্গের বাসিন্দাদের কাছে অপ্রত্যাশিতও হতে পারে।
২১ ফেব্রুয়ারি বুধবার বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। ঐদিন এই সকল জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বৃষ্টির এই পূর্বাভাসের পাশাপাশি ওই দিন থেকেই তাপমাত্রার পারদ বেশ ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গের এই সকল জেলায়। ২১ ফেব্রুয়ারির পর ২২ ফেব্রুয়ারি বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। ২২ ফেব্রুয়ারি বৃষ্টির পরিধিও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। মাঝারি ধরনের বৃষ্টি দেখা যাবে এই সকল জেলাগুলিতে। আবার ওই দিন মাঝারি ধরণের বৃষ্টি দেখা যাবে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। হালকা বৃষ্টি দেখা যাবে, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং হুগলি জেলায়। অন্যদিকে এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির দেখা মিলবে বলে জানানো হয়েছে।