বুধবার থেকে ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গের তিন জেলায়, পূর্বাভাস আবহাওয়া অফিসের

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও গরমের হাত থেকে রেহাই মিলছে না বাসিন্দাদের। আর এই গুমোট গরমই জানু পূর্বাভাস দিচ্ছে আরও অতিভারী বৃষ্টির। ঠিক, হাওয়া অফিসের তরফেও এমনটা জানানো হয়েছে। বুধবার থেকে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস।

উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এই নিম্নচাপ অক্ষরেখার কারণে আগামী বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত যে নিম্নচাপ অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে সেটি বিহার এবং উত্তর প্রদেশের উপর দিয়ে গিয়েছে। অন্যদিকে বিহার থেকে ওড়িশা পর্যন্ত আরও একটি উত্তর দক্ষিণ নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এই দুয়ের প্রভাবে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে ওঠার কারণে বিপুল পরিমাণে জলীয়বাষ্প ঢুকেছে রাজ্যে।

সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না। মাত্রাতিরিক্ত জলীয় বাষ্পের কারণে এই অস্বস্তি আরও বাড়বে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে।

পাশাপাশি বুধবার থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে বলেও জানানো হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে দক্ষিণবঙ্গের তিন জেলা বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ার জন্য বিশেষ সতর্কতা বার্তা দেওয়া হয়েছে। এই তিন জেলায় বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি এই বৃষ্টির কারণে বিহার সংলগ্ন জেলাগুলির নদনদীতে বন্যার ভ্রুকুটি দেখা যেতে পারে বলেও সতর্কতা বার্তা দেওয়া হয়েছে।