নিজস্ব প্রতিবেদন : অক্টোবর মাসের মাঝামাঝি সময় পেরিয়ে গেলেও এখনো দক্ষিণবঙ্গ জুড়ে গুমোট গরম বজায় রয়েছে। যা মূলত অন্যান্য বছর দেখা যায় না। অন্যান্য বছর এই সময়ে হালকা শীতের আমেজ লক্ষ্য করা যায়। আর এবছরের এমন পরিস্থিতির মূলে রয়েছে বর্ষা বিদায় না নেওয়া এবং বিপুল পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি।
তবে এই গুমোট গরমের পরিস্থিতি আগামী দিন চারেকের মধ্যেই বদলে যাবে বলে মনে করছে হাওয়া অফিস। পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে অনুমান পুজোর চারদিন বৃষ্টিতে ভাসবে রাজ্য। সোমবার মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ওড়িশা এবং অন্ধ্র উপকূলের মাঝামাঝি স্থলভাগের প্রবেশ করবে। এই নিম্নচাপের পরোক্ষ প্রভাবেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে সোমবার এবং মঙ্গলবার হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানায় অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু উপকূলেও। এই সকল এলাকায় আগামী দুই থেকে তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধ-বৃহস্পতি এবং শুক্রবার সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আলিপুর হাওয়া অফিস এবং শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিনই স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।