সকাল থেকে মুষলধারে বৃষ্টি, কতদিন চলবে এই পরিস্থিতি জানালো হওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের তরফ থেকে আগেই পূর্বাভাস দেওয়া হয়েছিল রবিবার সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আর সেই পূর্বাভাসকে সত্যি করে একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকে এই বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এমন পরিস্থিতি আরও কতদিন চলবে।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রবিবার বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের একাধিক এলাকায় দিনভর বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। এই তিন জেলা ছাড়াও আরও বেশকিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস মতই এই তিন জেলা রবিবার সাতসকাল থেকেই ঘন মেঘে ঢাকা পড়ে। পাশাপাশি শুরু হয় দফায় দফায় বজ্রপাত এবং বৃষ্টি।

তবে শুধু রবিবার নয়, হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী শুক্রবার পর্যন্ত একই রকম আবহাওয়া লক্ষ্য করা যাবে। মাঝে মাঝেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানানো হয়েছে, চলতি বছর বাংলায় বর্ষার আগমন ঘটবে সঠিক সময়ে এমনটাই অনুমান করা হচ্ছে।

[aaroporuntag]
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া প্রায় প্রতিটি জেলাতেই আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি লক্ষ্য করা যাবে। আর এরপর আবহাওয়ার পরিবর্তন হতে পারে।