Pre Monsoon Rain: অবশেষে স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বদল!

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের বিভিন্ন অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ হলেও এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গ (South Bengal) তাপপ্রবাহে পুড়ছে। পরিস্থিতি এমন অবস্থায় এসে পৌঁছেছে যে টিকে থাকা দায় হয়েছে বাসিন্দাদের। তবে এই পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন দক্ষিণবঙ্গের বাসিন্দারা বলেই জানিয়েছে হাওয়া অফিস। মূলত শেষমেষ দক্ষিণবঙ্গের জন্য হাওয়া অফিসের তরফ থেকে স্বস্তির খবর শোনানো হলো।

অন্যান্য বছরের তুলনায় চলতি বছর সময়ের অনেক আগেই ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকে গিয়েছে। ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষার আগমনের পাশাপাশি একই সঙ্গে বর্ষার আগমন হয়েছে উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে। শুধু তাই নয়, পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ৩১ মে বর্ষা ঢুকে গিয়েছে। কিন্তু তারপর থেকে আর দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে না দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

একদিকে যখন দক্ষিণবঙ্গ তাপপ্রবাহের পুড়ছে ঠিক সেই সময় উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে শুরু হয়েছে বন্যা পরিস্থিতি। তবে দক্ষিণবঙ্গের জন্য রবিবার হাওয়া অফিসের তরফ থেকে সুখবর দেওয়া হয়েছে এবং সেই সুখবরে বলা হয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রাক বর্ষার বৃষ্টি (Pre Monsoon Rain) লক্ষ্য করা যাবে। প্রাক বর্ষার বৃষ্টির পর কবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে তাও জানানো হয়েছে।

আরও পড়ুন 👉 Sikkim: সিকিমে গাড়ি ভাড়া বেশি চাইলে টুক করে কল করুন এই ৩ নম্বরে! চুটকিতে হবে সমস্যার সমাধান

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হওয়ার পর বুধবার দক্ষিণবঙ্গে বর্ষার আগমন হয়ে যেতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। আর এসবের পরিপ্রেক্ষিতেই অনুমান করা হচ্ছে, বুধবার দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। তবে বর্ষা ঢুকে গেলেও এখনই এই গরম থেকে কিন্তু মুক্তি মিলবে না বলেও জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে অবশ্যই স্বস্তি ফিরবে দক্ষিণবঙ্গে।

হাওয়া অফিসের পূর্বাভাস থেকে জানা গিয়েছে, প্রাক বর্ষার বৃষ্টি এবং বর্ষার আগমনের ফলে বৃষ্টি হলেও ১৯ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখীই থাকবে। ২০ জুন থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করবে বলে হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলির বেশ কিছু জেলায় যেভাবে বৃষ্টি চলছে সেই বৃষ্টি আগামী ২-৩ দিন বজায় থাকবে বলেও হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।