কালী পুজোয় সুপার সাইক্লোন! মৌসম ভবনের পূর্বাভাসে বাড়ছে আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সুপার সাইক্লোনের আশঙ্কায় ভুগছে বাংলা। কানাডার এক গবেষণাগারের গবেষণায় এমনটা উঠে আসে। এরপর এই নিয়ে অনেক দাবি পাল্টা দাবী উঠেছে। তবে সম্প্রতি মৌসম ভবন ঘূর্ণাবর্ত এবং গভীর নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে।

কালীপুজোর আগেই এই ঘূর্ণাবর্ত এবং মেঘের চোখ রাঙানি দেখা যাবে এমনই পূর্বাভাসে জানানো হয়েছে। আন্দামান সাগরে তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত কালীপুজোর আগেই গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

দিন ছয়েক পরেই রয়েছে কালীপুজো আর সেই কালীপুজোর আগে এমন হাওয়া অফিসের অশনি সংকেত নিয়ে যেমন একদিকে তৈরি হচ্ছে, আশঙ্কা ঠিক অন্যদিকে বৃষ্টিতেই কালীপুজো কাটতে পারে বলেও মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে তা জানানো হয়নি, তবে নিম্নচাপের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং সেই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে যাবে। এরপর সেটি আগামী বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হবে এবং শনিবার নাগাদ তা পরিণত হবে গভীর নিম্নচাপে। দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর এই গভীর নিম্নচাপ বাঁক নিতে পারে বলেও জানা যাচ্ছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই গভীর নিম্নচাপের প্রভাবে বিপুল পরিমাণ বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে। এর পাশাপাশি সুপার সাইক্লোন নিয়ে আশঙ্কা বাড়লেও এখনো পর্যন্ত হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, সুপার সাইক্লোনের সম্ভাবনা নেই। এছাড়াও বাংলার কোন কোন জায়গায় বৃষ্টি হবে তা সম্পর্কে দু-একদিনের মধ্যে পূর্বাভাসে জানিয়ে দেওয়া হবে।