স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি কম, কনকনে ঠাণ্ডা থেকে কবে মিলবে মুক্তি

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার ঝঞ্ঝাট কাটিয়ে পরিষ্কার হয়েছে আকাশ। আকাশ পরিষ্কার হওয়ার পাশাপাশি তরতরিয়ে নামতে শুরু করেছে তাপমাত্রা। তাপমাত্রার এই পতনে হাড় কাঁপানো ঠান্ডা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।

সোমবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়েছে তাতে লক্ষ্য করা যাচ্ছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রী কম। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। যাও স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রী কম।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে পেশ করা রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রী কম। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রী সেলসিয়াস। যাও স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রী কম।

তবে এই শীতের আমেজ খুব বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রার পারদ উঠতে শুরু করবে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে।

অন্যদিকে বীরভূম এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হতে লক্ষ্য করা যাবে বৃহস্পতিবার থেকেই। তবে খুব একটা হেরফের হবে না। সপ্তাহান্তে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সর্বোচ্চ পৌঁছাবে ১৫ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও এই সপ্তাহ পর্যন্ত হালকা শীতের আমেজ বজায় থাকবে বলেও জানানো হয়েছে।

পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত কোনো রকম পশ্চিমী ঝঞ্ঝার দেখা মিলবে না। পাশাপাশি আপাতত কয়েক দিন দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই।