WB Weather Update for Eid: ঝড়-বৃষ্টি নাকি রোদ ঝলমলে আকাশ! ইদে কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে যেভাবে তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করেছিল দক্ষিণবঙ্গ জুড়ে, সেই তাপপ্রবাহ থেকে সম্প্রতি মুক্তি মিলেছে। তবে আবার ঝড়-বৃষ্টি থেমে যাওয়াই তাপমাত্রার পারদও নতুন করে উর্ধ্বমুখী হতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার অর্থাৎ ইদের দিন কেমন থাকবে আবহাওয়া (WB Weather Update for Eid) তা নিয়ে অনেকের মধ্যেই নানান কৌতুহল। সেই বিষয়টি নিয়েই আপডেট দিল হাওয়া অফিস।

Advertisements

ইদের তাপমাত্রার পারদ বাড়বে নাকি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির মুখোমুখি হবে তা নিয়ে বুধবার আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে তা থেকে মোটামুটি ভাবে খারাপ খবর কিছু নেই। আলিপুর হাওয়া অফিসের আবহাওয়া সংক্রান্ত পূর্বাভাস অনুযায়ী ইদের দিন ভালোভাবেই কাটবে রাজ্যের বাসিন্দাদের।

Advertisements

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর হোক অথবা দক্ষিণবঙ্গ, ইদের দিন কোন জায়গাতেই সেই ভাবে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে না। বুধবার যেমনটা রয়েছে ঠিক তেমনটাই থাকতে পারে বৃহস্পতিবার। এক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং থেকে শুরু করে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকবে ২১ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি পর্যন্ত। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রীর মধ্যেই থাকবে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর ও বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫°। বাকি সমস্ত জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির মধ্যে থাকবে।

Advertisements

আরও পড়ুন ? Election Expenditure: ভারতের প্রথম লোকসভা নির্বাচনে কত খরচ হয়েছিল! আর এখন কত খরচ হচ্ছে!

তবে আবার বৃহস্পতিবার বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এমন ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে। যদিও ঐদিন কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কোথাও দেখতে পাচ্ছেনা হাওয়া অফিস। এক্ষেত্রে কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর কোন কোন জেলায় ঝড়ো হওয়া বইতে পারে চলুন দেখে নেওয়া যাক।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। অন্যদিকে ঝড়ের সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৪ জেলায়। যে জেলাগুলি হল দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। মোটের উপর বৃহস্পতিবার অস্বস্তিকর পরিস্থিতি থাকবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বুধবারের মতোই একই রকম আবহাওয়া থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে।

Advertisements