Weather Update West Bengal: কোথাও ঝোড়ো হাওয়া, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! বুধবার পর্যন্ত কেমন থাকবে বাংলা, জানালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে যেভাবে দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহ বয়ছিল তা থেকে রবিবার মুক্তি মেলে। রবিবার মুক্তি মেলে মূলত আকাশ মেঘে ঢাকা পড়ার কারণে। এর পাশাপাশি এদিন রাজ্যের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড় দেখা যায়। আর এসবের কারণেই সর্বোচ্চ তাপমাত্রা অনেকটাই নেমেছে। অধিকাংশ জেলার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত কমেছে।

হাওয়া অফিসের তরফ থেকে আবহাওয়ার যে আপডেট (Weather Update West Bengal) দেওয়া হয়েছে সেই আপডেট অনুযায়ী আগামী ১০ এপ্রিল পর্যন্ত এমনই পরিস্থিতি বজায় থাকবে উত্তর থেকে দক্ষিণ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আগামী দিন দুয়েক ৪ থেকে ৫ ডিগ্রী কম লক্ষ্য করা যাবে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কোন কোন জায়গায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য যে সকল জেলা রয়েছে সেই জেলাগুলির কোন কোন জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন 👉 Shortest River in World: এটিই বিশ্বের সবচেয়ে ছোট নদী, দৈর্ঘ্য মাত্র ২০১ ফুট!

সোমবারের পাশাপাশি মঙ্গলবারও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। অধিকাংশ জেলার কোন কোন জায়গায় ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও সর্বোচ্চ তাপমাত্রা ৪-৫ ডিগ্রি পর্যন্ত কম থাকতে পারে।

অন্যদিকে ১০ এপ্রিল অর্থাৎ বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ায় কোন সতর্কতা না থাকলেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে বলে জানানো হয়েছে। এছাড়াও ওই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।