ফিরতে চলেছে শীত, এই দিন থেকেই শুরু হবে হাড় কাঁপানো ঠাণ্ডা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : শীত এবং পশ্চিমী ঝঞ্ঝার টানাপোড়েনের পর অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে থাকা মেঘ কেটে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস মিলছে। এই শুষ্ক আবহাওয়ার প্রত্যাবর্তনেই নতুন করে শীতের প্রত্যাবর্তন হতে চলেছে।

তবে শীতের এই প্রত্যাবর্তনের পূর্বাভাস মিললেও মঙ্গলবারও বেশকিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার সকাল দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হালকা মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে। শুক্রবার থেকে মূলত রোদ ঝলমলে দিনের দেখা মিলবে।

শুক্রবার থেকে রোদ ঝলমল আকাশ হওয়ার পাশাপাশি ওই দিন থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। রাজ্যের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বর্তমান তাপমাত্রার তুলনায় কম বেশি দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রার হেরফের লক্ষ্য করা যাবে।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ফের তাপমাত্রার প্রথম লক্ষ্য করা যাবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। মনে করা হচ্ছে শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রির কাছাকাছি এবং রবিবার ও সোমবার দিনের সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৩ ডিগ্রির কাছাকাছি।

অন্যদিকে তাপমাত্রার সবচেয়ে দেশি পতন লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও। পশ্চিমাঞ্চলের জেলাগুলি যেমন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রার পতন শুরু হবে বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার এবং শনিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে। রবিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ফের নেমে দাঁড়াবে ১০ ডিগ্রির নিচে।