বঙ্গোপসাগরে নিম্নচাপ, উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড়ের, কি বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের শুরু হতেই তরতরিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই কাঠফাটা রোদে নাজেহাল অবস্থা দেশের বেশ কিছু রাজ্যে। এই সকল রাজ্যের তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। তবে আগামী ২৪ ঘণ্টায় এই কাঠফাটা রোদ এবং গরম থেকে কিছুটা হলেও মুক্তি মিলতে পারে বলে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় ভারত মহাসাগর এবং পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে সাইক্লোনে পরিণত হতে পারে বলেও সম্ভাবনার কথা জানানো হয়েছে।

আবহাওয়া দপ্তরের ঘূর্ণিঝড় বিভাগের আনন্দ দাস জানিয়েছেন, “ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। আগামী দু-তিন দিনের মধ্যে যদি এই নিম্নচাপ ঘনীভূত হয়, তবে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গোটা পরিস্থিতির দিকেই আমরা নজর রাখছি। মনে করা হচ্ছে, নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে। তবে এখনই কিছু বলা সম্ভব নয়।”

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে তৈরি হওয়া এই নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে বলেও মনে করা হচ্ছে। এই সময়ে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

তবে এই নিম্নচাপ এবং সেই নিম্নচাপ থেকে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে সে নিয়ে এখনই হাওয়া অফিসের তরফ থেকে কিছু পূর্বাভাস দেওয়া হয়নি। উপরন্তু পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৮ ডিগ্রির কাছাকাছি। হওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসের মধ্যেই গরমে হাঁসফাঁস অবস্থা হবে রাজ্যের বাসিন্দাদের।