নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণবঙ্গের তাপমাত্রায় আমূল পরিবর্তন আসবে তা হাওয়া অফিসের (IMD) তরফ থেকে আগেই জানানো হয়েছিল। সেই পূর্বাভাসকে সত্যি করেই দিন কয়েক ধরে আচমকা বদলে গিয়েছে আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা তড়তড়িয়ে বৃদ্ধি পাওয়ার ফলে এখন থেকেই দক্ষিণবঙ্গের বাসিন্দাদের নাজেহাল অবস্থা। এমন পরিস্থিতিতে চলুন দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামী কয়েকদিনের দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update South Bengal)।
শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার আকাশের মুখ ভার লক্ষ্য করা যাচ্ছে। বেশ কিছু জেলার আকাশ মেঘে ঢাকা পড়ার কারণে বেড়েছে অস্বস্তিকর পরিস্থিতি। এরই মধ্যে আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে শনিবার দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। শুধু শনিবার নয়, পাশাপাশি বুধবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাসের দিকে নজর রাখলে দেখা যাবে, শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের ১৫ জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই সকল জেলায় ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। যেসকল জেলায় এমন পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায়।
সোমবার বেশ কিছু জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। যে সকল জেলায় কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সেই সকল জেলাগুলি হল পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। এই সকল জেলায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬০ কিলোমিটার থাকতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলিতে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। সব জেলার জন্য রয়েছে অরেঞ্জ অ্যালার্ট।
অন্যদিকে মঙ্গলবার ওই ১৫ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও অরেঞ্জ অ্যালার্টের বদলে জারি করা হয়েছে হলুদ অ্যালার্ট। মঙ্গলবার ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটারের মধ্যে থাকবে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি মঙ্গলবার এর পর থেকেই আবহাওয়া অনুকূল হতে শুরু করবে।