কনকনে ঠান্ডা আর দু’দিন, ফের এই দিন থেকে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদন : শীতের আমেজ সেই ভাবে নেই বললেই চলে। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তুরে হাওয়া। উত্তুরে হাওয়ার এই বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই শীত এসেও বিদায় নিতে বাধ্য হচ্ছে। সেই একই পূর্বাভাস রয়েছে নতুন বছরের শুরুতেও।

সদ্য গত সপ্তাহের পশ্চিমী ঝঞ্ঝা আর বৃষ্টির ভ্রুকুটি কেটে পশ্চিমের জেলাগুলিতে গত কয়েকদিন ধরে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস এই কনকনে ঠাণ্ডা হয়ত থাকবে আর দুদিন। তারপরেই ফের জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের।

হাওয়া অফিসের পূর্বাভাস, পৌষে জোড়া এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে নতুন করে অকাল বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল অর্থাৎ ৪ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এবং ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া।

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে সোমবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় ৩° কম। আগামী ৭ জানুয়ারি থেকে ফের তাপমাত্রার ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।

শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে সোমবার আবহাওয়া সংক্রান্ত যে রিপোর্ট পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে, এদিন দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গত ২৪ ঘন্টায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। ৭ তারিখ থেকে পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে।

হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী আগামী দু’দিন উত্তরবঙ্গ অথবা দক্ষিণবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে এর পরেই পরিস্থিতির বদল ঘটতে পারে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় বলে মনে করা হচ্ছে।