বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে, পূর্বাভাস হাওয়া অফিসের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন দুয়েক ধরে আর্দ্রতাজনিত কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গুমোট গরম নজরে আসছে। যদিও বুধবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কারণে সেই গুমোট গরম থেকে রেহাই মেলে। তবে হাওয়া অফিসের পূর্বাভাস বৃহস্পতিবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।

Advertisements

Advertisements

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গের ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তবে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা তেমন নেই।

Advertisements

আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি আগামী শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে। একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলার একাধিক এলাকাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ফাল্গুন মাসে এই ঝড় বৃষ্টির কারণ হিসাবে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ঝাড়খন্ড এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, পাশাপাশি বঙ্গোপসাগর থেকে আদ্র জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। আর এই বিপরীত চরিত্রের হওয়ার সংঘর্ষের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে ঝাড়খন্ড লাগোয়া পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

[aaroporuntag]
প্রসঙ্গত, সোমবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে গুমোট গরম পরিস্থিতি থাকার পর বুধবার সন্ধ্যায় হঠাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় দমকা হাওয়ার সাথে বৃষ্টি লক্ষ্য করা যায়। কোন কোন এলাকায় আবার শিলাবৃষ্টিও হতে দেখা গিয়েছে। আর এর পরেই গুমোট গরমের পরিস্থিতি থেকে রেহাই পান আমজনতা। তাপমাত্রা বেশ কিছুটা নামে।

Advertisements