নিজস্ব প্রতিবেদক : দিন দুয়েক আগেই হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস দেওয়া হয়েছিল শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। আর সেই পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। আর এই বৃষ্টির আবহাওয়া চলবে শনিবার ও রবিবার দিনভর বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
দিন কয়েকের গুমোট গরমের পর হঠাৎ এমন আবহাওয়ার পরিবর্তন কিছুটা হলেও স্বস্তি দিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিকে। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও কলকাতায় দিনভর গুমোট গরম লক্ষ্য করা যাবে বলে জানানো হয়েছে। মূলত মেঘলা আকাশের কারণেই এই গুমোট গরম বজায় থাকবে। আর বৃষ্টি না হলে এই গরমে নাজেহাল হতে হবে কলকাতার বাসিন্দাদের।
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ইত্যাদি জেলায় দিনভর ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির দেখা মিলবে দফায় দফায়। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বৃষ্টির দেখা মিলবে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলবে।
[aaroporuntag]
মূলত ঝাড়খণ্ডের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে রাজ্যের একাধিক জেলায় ঢুকে পড়েছে আদ্র বাতাস। আর এই দুই বিপরীত ধর্মী বাতাসের সংঘর্ষের কারণে এই ঝড় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-এর প্রবণতা তৈরি হয়েছে। শ্রীনিকেতন হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতি রবিবার পর্যন্ত বজায় থাকতে পারে, তবে সোমবার থেকে পরিস্থিতির বদল ঘটবে। আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী দিনে কলকাতায় আংশিক মেঘলা আকাশের পরিস্থিতি বজায় থাকবে।