নিজস্ব প্রতিবেদন : হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল দিন কয়েকের মধ্যেই হু হু করে রাজ্যের তাপমাত্রা নামবে। আর সেই পূর্বাভাসকে সত্যি করে মাত্র দুদিনের মধ্যে এক ধাক্কায় কমকরে ৪ ডিগ্রি তাপমাত্রা নামলো রাজ্যের বিভিন্ন জেলায়। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন এলাকায় কুয়াশা লক্ষ্য করা যায়। আর এই সকল পূর্বাভাস শীতের ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিচ্ছে বলেই মনে করা হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আগামী দিন কয়েক দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস নেই। যে কারণে ক্রমশ নিম্নমুখী হবে দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে আপাতত কয়েক দিন দিনের দিকে গরম অনুভূত হলেও সন্ধ্যা হতেই শীত অনুভব করা যাবে। রাতের দিকে তাপমাত্রা আরও কমবে এবং সকাল দিকে শীতের আমেজ পাওয়া যাবে।
দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই সকল জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম লক্ষ্য করা যাবে। বর্তমান কোভিড পরিস্থিতিতে আবহাওয়া পরিবর্তনের এই মুহূর্তে সাধারণ মানুষকে যথেষ্ট সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের তরফ থেকে।
বৃহস্পতিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। অন্যদিকে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রী সেলসিয়াস।
শ্রীনিকেতন হওয়া অফিস সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রী সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রী সেলসিয়াস।