সামনে আরও দুর্যোগ! হানা দিতে পারে আরও একটি ঘূর্ণাবর্ত

নিজস্ব প্রতিবেদন : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে গত সপ্তাহের শনিবার থেকেই দুর্যোগ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। দফায় দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে ভারি থেকে অতি ভারী বৃষ্টি। এই দুর্যোগ থেকে মুক্তি মিলবে বুধবার এমনই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে।

তবে এই দুর্যোগ থেকে মুক্তি মিললেও নতুন করে দুর্যোগ আসতে চলেছে বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। নতুন করে একটি নিম্নচাপ আগামী সপ্তাহে হানা দিতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। গত সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে উত্তরপ্রদেশে অবস্থান করলেও সাগর হয়ে জলীয়বাষ্প ঢোকার কারণে বৃষ্টি প্রকোপ রয়েছে দক্ষিণবঙ্গে।

এই পরিস্থিতিতে নিম্নচাপ উত্তরপ্রদেশে সরলেও জারি রয়েছে বৃষ্টি। তবে বুধবার থেকে পরিস্থিতি অনুকূল হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস। তবে আগামী সপ্তাহে নতুন করে যে নিম্নচাপ তৈরীর সম্ভাবনা দেখা দিয়েছে তার ফলে ফের একবার পুজোর আগে বাংলা ভাসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেসরকারি একটি আবহাওয়া সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী সোমবার উত্তর পশ্চিম বঙ্গোসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। যেটি মঙ্গলবার নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপে পরিণত হওয়ার পর তা ওড়িশা উপকূল হয়ে ভূভাগে প্রবেশ করতে পারে। তবে এই নিম্নচাপের শক্তি কতটা হবে তা এখনই জানা যায়নি।

এক্ষেত্রে বর্তমানে যে নিম্নচাপটি বজায় রয়েছে সেটি এখনো শক্তি ধরে রাখলে পরবর্তী নিম্নচাপের শক্তি খুব একটা বেশি হবে না বলেই হাওয়াবিদরা জানিয়েছেন। কিন্তু আবার যদি বর্তমান নিম্নচাপটি দ্রুত শক্তি ক্ষয় করে তাহলে নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে সেটি শক্তিশালী হতে পারে।