জানুয়ারিতে হাঁসফাঁস গরম, ফেব্রুয়ারিতে কী ফের শীত, কী বলছে হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : অন্যান্য বছর যেখানে ফেব্রুয়ারি মাসের সরস্বতী পুজো হয় আর সেই সরস্বতী পুজোর সময় শীতের যথেষ্ট দাপট দেখা যায়। কিন্তু এই বছর উল্লেখযোগ্য ভাবে জানুয়ারি মাসে সরস্বতী পুজো হলেও শীতের দাপট তো দূরের কথা বরং শীতবস্ত্র খুলে ফেলতে হয়েছে বঙ্গবাসীকে। এমন পরিস্থিতিতে প্রত্যেকের মধ্যেই কৌতূহল তাহলে কি শীত বিদায় নিল রাজ্য থেকে!

শীতের ভবিষ্যৎ নিয়ে শুক্রবার হাওয়া অফিসের তরফ থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে জানানো হয়েছে, লুকোচুরি চলবে। পশ্চিমী ঝঞ্জা এবং ঘূর্ণাবর্তের কারণে এই পরিস্থিতি চলবে। এখনো কয়েকদিন এইরকমই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

তবে এসবের মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে কিছুটা হলেও আসার আলো দেখানো হয়েছে শীতের প্রত্যাবর্তন নিয়ে। হাওয়া অফিসের তরফ থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলায় কিছুটা হলেও শীতের প্রত্যাবর্তন হতে পারে। তবে এই বছর আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বললেই চলে।

আগামী কয়েকদিন সকালের দিকে কুয়াশার দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে তাপমাত্রার বড় কোন পরিবর্তন ঘটবে না। এছাড়াও আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সেই রকম কোন সম্ভাবনা নেই। যদি বৃষ্টি হত তাহলে নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা থাকতো। কিন্তু বৃষ্টির কোন সম্ভাবনা না থাকার ফলে তাপমাত্রা নামার বিষয়ে খুব একটা আশার আলো দেখা যাচ্ছে না।

কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ১৪ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। যেখানে এখন সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১৮° পার করেছে সেই জায়গায় কিছুটা হলেও কমতে পারে। অন্যদিকে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ সর্বোচ্চ ১২ ডিগ্রিতে নামতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শীতের লুকোচুরি দেখা দিলেও উত্তরবঙ্গের আবহাওয়ায় তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাবে না বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।