এখনই বিদায় নয় শীতের, ফের কবে জাঁকিয়ে শীত জানিয়ে দিলো হাওয়া অফিস

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : আবহাওয়ার খামখেয়ালিপনায় পা দিয়েছে পশ্চিমবঙ্গ। বড়দিনের আগে থেকেই রাজ্য থেকে উধাও জাঁকিয়ে শীত। দিন কয়েক ধরেই ঊর্ধ্বমুখী হয়েছে রাজ্যের তাপমাত্রা। তবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও এখন বিদায় শীতের। ফের কবে জাঁকিয়ে শীত মাথাচাড়া দেবে তা জানিয়ে দেওয়া হলো হাওয়া অফিসের তরফ থেকে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হয় রাজ্যের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়েছে। আগামী দিন কয়েক তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা যাবে। শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগরের কাছাকাছি তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্ত আবার নিম্নচাপ অক্ষরেখায় পরিণত হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই কারণেই তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী পরিস্থিতি তৈরি হয়েছে।

শুধু তাপমাত্রার ঊর্ধ্বমুখী পরিস্থিতি তৈরি হওয়া নয়, এর পাশাপাশি দক্ষিণবঙ্গের সাতটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এই সকল জেলাগুলি হল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। এর মধ্যে আবার বীরভূমে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিন আকাশ মেঘলা থাকার পাশাপাশি ছিটেফোঁটা ও মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

সর্বনিম্ন তাপমাত্রার যে ঊর্ধ্বমুখী ভাব লক্ষ্য করা গিয়েছে তাতে এই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি বেশি রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৮ ডিগ্রী সেলসিয়াস।

অন্যদিকে রাজ্যে ফের কবে জাঁকিয়ে শীতের দেখা মিলবে, সেই প্রসঙ্গে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে তাতে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই এই তাপমাত্রার ঊর্ধ্বমুখী ভাব কেটে যাবে এবং আগামী সপ্তাহ অর্থাৎ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ফের একবার জাঁকিয়ে শীত লক্ষ্য করা যেতে পারে।