কনকনে ঠাণ্ডায় কাঁপছে রাজ্য, আপনার জেলার তাপমাত্রা কত

নিজস্ব প্রতিবেদন : নতুন বছরের শুরুতেই ধীরে ধীরে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে রাজ্যজুড়ে। আজ অর্থাৎ মঙ্গলবার এই বছরের শীতলতম দিন। শীতলতম দিনে কনকনে ঠাণ্ডায় কাঁপছে রাজ্যের অধিকাংশ জেলা। তবে এই শীত দীর্ঘস্থায়ী হবে না বলেও পূর্বাভাস হাওয়া অফিসের।

আলিপুর হাওয়া অফিসের আবহাওয়ার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার জানুয়ারি মাসের শীতলতম দিন। এর পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, আপাতত শীত খুব ভালোভাবে অনুভূত হলেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে বলে মনে করা হচ্ছে।

কলকাতার পাশাপাশি রাজ্যের জেলাগুলিতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। তাপমাত্রার পারদ সবচেয়ে বেশি নিম্নমুখী দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। আকাশ পরিষ্কার থাকাই আপাতত দিন দুয়েক শীতের এই দাপট খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তবে জোড়া যে পশ্চিমী ঝঞ্ঝার আবির্ভাবের পূর্বাভাস রয়েছে তাতে উত্তুরে শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হবে।

মঙ্গলবারের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বহরমপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০° সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রী সেলসিয়াস। কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস।

দীঘার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। মালদার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৩ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম। শ্রীনিকেতন হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১° কম।