নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহের শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলি হাড়ে হাড়ে টের পেয়েছে জাঁকিয়ে শীত কাকে বলে! শীত পড়ছে না পড়ছে না যারা বলছিলেন তারাও এমন জাঁকিয়ে শীতের পাল্লায় পড়ে ‘অনেক হল’ বলতে বাধ্য হচ্ছেন। তবে বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রার বেশ কিছুটা ঊর্ধ্বমুখী ভাব দেখা যাচ্ছে মূলত বৃষ্টির পূর্বাভাসের (Rainfall Update West Bengal) কারণে। ইতিমধ্যেই রাজ্যের অধিকাংশ জেলা মেঘে ঢাকা পড়েছে, এখন প্রশ্ন হল কখন ধেয়ে আসবে বৃষ্টি?
আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজবে রাজ্য। বৃষ্টির কারণেই রাতের তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। তবে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেলেও স্যাঁতসেঁতে ঠান্ডা আবহাওয়া বজায় থাকবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘে ঢাকা পড়লেও এই বেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানা যাচ্ছে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, বুধবার মূলত বিকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার বিকালের দিকে দক্ষিণবঙ্গের যে সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হল উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া এবং হুগলিতে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও।
আরও পড়ুন ? Winter: হাড় কাঁপানো এমন শীতের হাত থেকে কবে মিলবে মুক্তি! জানালো হাওয়া অফিস
আলিপুর হাওয়া অফিসের এমন পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে অনেকের মধ্যেই প্রশ্ন তাদের জেলাও কি বৃষ্টিতে ভিজতে পারে? এর উত্তরে বলা যায় হ্যাঁ। কেননা বুধবার দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হলেও বৃহস্পতিবার মোটামুটি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বুধবার এবং বৃহস্পতিবারের বৃষ্টির পর শুক্রবার থেকে বৃষ্টির ঝাঁঝ কিছুটা কমবে বলেও জানানো হয়েছে। তবে শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। তবে শনিবার থেকে বৃষ্টির কোন সম্ভাবনা নেই এবং তারপর আবার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন আসবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কেননা শনিবার থেকে পুনরায় তাপমাত্রার পারদে নিম্নমুখী ভাব লক্ষ্য করা যাবে।