বাংলায় কত আসন পাবে বিজেপি, সামনে এলো বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্ট

নিজস্ব প্রতিবেদন : বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে মোট আসন সংখ্যা হল ২৯৪। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১৪৮। আর এই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যেই কোমড় বেঁধে নেমেছেন গেরুয়া শিবির। অন্যদিকে নিজেদের শাসনভার ধরে রাখতে কোথাও কোনো ফাঁকফোকর রাখছে না শাসক দল তৃণমূল। তবে এমত রাজনৈতিক চাপানউতোর অবস্থায় বেশিরভাগ মানুষের মধ্যে একটাই প্রশ্ন বিজেপি কতগুলি আসন পেতে পারে?

সেই প্রশ্নের উত্তর সাময়িকভাবে মিলেছে বিজেপির সমীক্ষায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিজেপির বিভিন্ন নেতা, কেন্দ্রীয় নেতা এবং লোকসভার আসনের নিরিখে তারা আনুমানিক আসন সংখ্যা নিয়ে ব্লু প্রিন্ট তৈরি করেছে। আর সেই ব্লু প্রিন্ট অনুযায়ী তাদের দাবি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে তাদের কোন অসুবিধা হবে না।

এমনিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপিকে ২০০ আসন বেঁধে দিয়েছেন। যদিও তাদের এই সমীক্ষা অনুযায়ী এখনো তারা বেশ কিছুটা দূরে রয়েছেন এই টার্গেট থেকে। তবে ২০১৯ লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপির আসন সংখ্যায় খুব একটা তফাৎ ছিল না। বিজেপি ১৮ আর তৃণমূল ২২। কয়েকটি আসনে জয়ের ব্যবধান ছিল খুবই কম।

অন্যদিকে মঙ্গলবার খড়দহে দলের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেছেন, লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি ১২০টি আসনে এগিয়ে রয়েছে। ক্ষমতায় আসতে প্রয়োজন ৩০টি মতো আসন। আর এই সকল আভ্যন্তরীণ সমীক্ষা থেকে বিজেপি দাবি করছে ১৫০ থেকে ১৬০টি আসনে জয়লাভ করতে পারে। (এই সমীক্ষা BanglaXP করেনি বা সমীক্ষার সত্যতা যাচাই করে নি।)

বিজেপির তরফ থেকে সাংগঠনিক কাজে গোটা রাজ্যকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। যে পাঁচ ভাগের মধ্যে উত্তরবঙ্গ জোনে রয়েছে ৫৪টি আসন। দলের হিসাব অনুযায়ী সেখানে ৩০ থেকে ৩৫টি আসন আসতে পারে।

এরপর রয়েছে নবদ্বীপ জোন। যেখানে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার একাংশ মিলে ৬৩টি আসন। এই জোন থেকে বিজেপির আশা ২৫ থেকে ৩০ টি আসন মিলতে পারে।

রাঢ়বঙ্গ জোনে রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলা মিলিয়ে ৫৭টি আসন। যেখানে বিজেপির দাবি ৩০ থেকে ৩৫টি আসন পেতে কোন অসুবিধা হবে না। পাশাপাশি এই জোন থেকে বিজেপি বেশিরভাগ আসন জেতার আশা রাখছে।

মেদিনীপুর জোন যেখানে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলি জেলার আসনগুলি নিয়ে রয়েছে মোট ৬৯টি আসন। এই জোনে শুভেন্দু অধিকারীর ভালো দাপট রয়েছে। যে কারণে বিজেপি মনে করছে এই জোন থেকে ৩৫ থেকে ৪০টি আসন পাবে তারা।

কলকাতা জোন, যেখানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাংশ মিলে ৫১টি আসন। এখান থেকে বিজেপি আশা করছে ১০ থেকে ১২ টি আসন তাদের পকেটে আসবে।

এর পাশাপাশি বিজেপি তাদের আভ্যন্তরীণ সমীক্ষায় জোনগুলিতে আসন বাড়বে বলে মনে করছে। আর সব মিলিয়ে তাদের বর্তমান আভ্যন্তরীণ সমীক্ষায় উঠে আসছে ১৫০ থেকে ১৬০টি আসন। যদিও বিজেপি দাবি করছে বিধানসভা নির্বাচন আসতে আসতে তাদের আসনসংখ্যা লড়াই থামবে ২২০ তে।

অন্যদিকে বিজেপির তরফ থেকে এমনটা দাবি করা হলেও ভোট কৌশলী প্রশান্ত কিশোর আগেই জানিয়েছেন পশ্চিমবঙ্গে বিজেপিকে দুই অঙ্কের সংখ্যা পেরোতে বেগ পেতে হবে। অর্থাৎ তার কথা অনুযায়ী রাজ্যে বিজেপির আসন সংখ্যা ১০০-র মধ্যে সীমাবদ্ধ থাকবে।

তবে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপির এমন আভ্যন্তরীণ সমীক্ষায় এমনটা দাবি করা হলেও অথবা প্রশান্ত কিশোর বিজেপির আসন সংখ্যা বেঁধে দিলেও বাস্তবে কি হচ্ছে তা বোঝা যাবে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরেই।