নিজস্ব প্রতিবেদন : আগত বিধানসভা নির্বাচনের আগে কোমর বেঁধে নেমে পড়লো রাজ্য সরকার। সোমবার বাঁকুড়া সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করলেন। আর এই সকল ঘোষণার মধ্যে নয়া সংযোজন ‘দুয়ারে দুয়ারে সরকার’। এই প্রকল্পের মাধ্যমে কিভাবে কাজ করবে রাজ্য সরকার?
নয়া এই প্রকল্প সম্পর্কে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্লকে ব্লকে ক্যাম্প করে সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে সরকারি সুবিধা। এখনো পর্যন্ত যারা সরকারি সুবিধা পাওয়ার যোগ্য অথচ পাননি তারা ঐ সকল ক্যাম্প থেকে আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন কোন দাবি দাওয়া থাকলেও ওই ক্যাম্পের মাধ্যমে তারা জানাতে পারবেন।” মূলত এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার জনগণের আরও কাছে পৌঁছাতে চাইছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সরকারি আধিকারিকদের নির্দেশ দেন, “সমস্ত দপ্তরকে নিয়ে ব্লকে ব্লকে ক্যাম্প করতে হবে। সেখানে কোন মানুষ যদি বলেন এটা তার দরকার, তাহলে তা সঙ্গে সঙ্গে তাদের দিতে হবে।”
এই প্রকল্প কবে থেকে শুরু হবে এবং কতদিন চলবে?
প্রকল্প কার্যকর করা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, “আগামী পয়লা ডিসেম্বর থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রকল্প। ক্যাম্প শুরু হবে সকাল ১১ টা থেকে এবং ক্যাম্প শেষ হবে দুপুর তিনটের সময়।”
তবে এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই বিজেপি নেতারা কটাক্ষ করতে শুরু করেছেন। বিজেপি সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, “সব জায়গায় মমতা সরকার বিজেপিকে কপি করছে। আর আমাদের নেতাদের বলা হচ্ছে বহিরাগত। ৫০০ কোটি টাকা দিয়ে যাকে ভাড়া করা হয়েছে তিনি কি স্ট্যাটিজি তৈরি করছেন! শেষ পর্যন্ত বিজেপিকে কপি করতে হলো।”
বিজেপিকে কপি করে রাজ্য সরকার চলছে এ ₹প্রসঙ্গে উদাহরণ দিয়ে এদিন লকেট চট্টোপাধ্যায় আরো বলেন, “১৯ এর লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ বাড়াতে বিজেপি মহিলা মোর্চার সদস্যরা ‘দুয়ারে দুয়ারে পদ্মের আগমণি’ নামে ক্যাম্পেন শুরু করেছিল। আজ মমতা বন্দ্যোপাধ্যায় ‘দুয়ারে দুয়ারে’ বলছেন।”