শুরু হলো করোনা টিকার ড্রাই রান, দেখে নেওয়া যাক সেই পদ্ধতি

নিজস্ব প্রতিবেদন : অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই শুরু হলো করোনা টিকার ড্রাই রান। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূমেও ড্রাই রান শুরু হয়েছে। বীরভূমের সিউড়ি শহরের দু’জায়গায় এবং বোলপুরে এই ড্রাই রান চালানো হচ্ছে। কিভাবে করা হচ্ছে টিকার এই ড্রাই রান?

টিকার ড্রাই রান সম্পর্কে আধিকারিকরা জানিয়েছেন, ঠিক যেভাবে টিকা দেওয়া হয় সমস্ত পদ্ধতি মেনে চলা হচ্ছে এই ড্রাই রানে। কেবলমাত্র আসল টিকার পরিবর্তে ডেমো টিকা যাওয়া হচ্ছে। এই পদ্ধতিতে ৪ জন অফিসার নিযুক্ত রয়েছেন। যারা হলেন ভ্যাকসিনেশন ১, ২, ৩, ৪। এছাড়াও থাকছে না একজন ভ্যাক্সিনেটর। ২৫ এই ড্রাই রানে অংশ নিচ্ছেন ভ্যাকসিন গ্রাহক হিসাবে।

ভ্যাক্সিনেশন ১ অফিসারের কাজ হলো সমস্ত রকম পরিচয় পত্র দেখে ভ্যাক্সিনেশন অফিসার ২-এর কাছে পাঠিয়ে দিচ্ছেন। ২ নং অফিসার সেটিকে কনফার্ম করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা করবেন। অর্থাৎ অনলাইনে সমস্ত তথ্য দেখে ঠিক আছে কিনা তা জানানো হচ্ছে। আর সমস্ত তথ্য ঠিকঠাক থাকলে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভ্যাক্সিনেটরের কাছে।

ভ্যাক্সিনেটরের কাছে দেওয়া হচ্ছে ভ্যাকসিন। তবে এটা ড্রাই রান হওয়াই আসল ভ্যাকসিনের পরিবর্তে দেওয়া হচ্ছে ডেমো। এরপর ভ্যাকসিন দেওয়া ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিশ্রাম রুমে।

যেখানে ওই ব্যক্তিকে কিছুক্ষণ রাখা হবে এবং ওখানে রয়েছেন ভ্যাক্সিনেশন অফিসার ৩। আধঘন্টা অবজারভেশনে থাকার পর ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হবে। যদি কোনো প্রতিক্রিয়া দেখা যায় সেক্ষেত্রে দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা করা হবে। যা পরিচালনা করবেন ভ্যাক্সিনেশন অফিসার ৪। পরেও যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে ওই ব্যক্তিকে যোগাযোগ করতে হবে হাসপাতাল অথবা যেকোনো স্বাস্থ্য কেন্দ্রে। সমস্ত জায়গায় সবরকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন আধিকারিকরা।

করোনা কালে দীর্ঘদিন ধরে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠার পর শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জেলায় করোনা টিকার এই ড্রাই রান শুরু হওয়ায় স্বাভাবিকভাবে আশার আলো দেখতে শুরু করেছেন নাগরিকরা।