ভোটের আগেই একটি কেন্দ্র থেকে ছিটকে গেল তৃণমূল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, আর ঠিক সেই সময়ই অপরদিকে তৃণমূলের জন্য ঘটে গেল অঘটন। রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্র থেকে ছিটকে যেতে হলো তৃণমূলকে। ওই কেন্দ্রে তারা আর নতুন করে মনোনয়ন জমা দিয়ে লড়াই-ই করতে পারবে না। কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন অতিক্রান্ত হয়েছে।

Advertisements

Advertisements

যে বিধানসভা কেন্দ্র থেকে লড়াইয়ের আগেই তৃণমূলকে ছিটকে এসে হলো সেই বিধানসভা কেন্দ্রটি হল পুরুলিয়া জেলার জয়পুর বিধানসভা কেন্দ্র। যেখানে তৃণমূলের টিকিটে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উজ্জ্বল কুমার। কিন্তু তার মনোনয়নপত্র ত্রুটি থাকায় তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন বাতিল হওয়ার ঘোষণা ওয়েবসাইটে দেওয়া হয়ে গিয়েছে।

Advertisements

অন্যদিকে আবার ওই কেন্দ্রে তৃণমূলের টিকিট না পেয়ে প্রাক্তন এক তৃণমূল যুবনেতা দিব্যজ্যোতি সিংহ নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। মনে করা হচ্ছে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মনোনয়ন বাতিল হওয়ায় বিজেপির পক্ষে লড়াইটা সহজ হবে। আবার অন্য একটি সূত্রে জানা যাচ্ছে তৃণমূল ওই কেন্দ্রে দিব্যজ্যোতি সিংহকে সমর্থন জানাতে পারে।

[aaroporuntag]
তবে ওই কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার পর উজ্জল কুমার ছাড়াও আরও বেশ কয়েক জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাদের মধ্যে রয়েছেন এক নির্দল প্রার্থী নৃপেন মাহাতো, জনতা দলের কালিশংকর মাহাতো এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বাহাদুর কুশওয়াহা কুইরির।

Advertisements