নিজস্ব প্রতিবেদন : রেলের (Indian Railways) উপর দেশের কোটি কোটি মানুষের ভরসা। আর সেই কোটি কোটি মানুষের ভরসার দিকে তাকিয়ে রেলের তরফ থেকেও প্রতিদিনই নতুন কোনো না কোনো উপহার দেওয়া হচ্ছে দেশবাসীকে। ঠিক সেই রকমই মঙ্গলবার ৮৫ হাজার কোটি টাকার বেশি বিভিন্ন প্রকল্পের উপহার দিল কেন্দ্র। আর সেই সকল উপহারের মধ্যে একাধিক উপহার এলো পশ্চিমবঙ্গের ঝুলিতে।
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাত দিয়ে পশ্চিমবঙ্গের বাসিন্দারা মঙ্গলবার যে সকল উপহার পেয়েছেন তার মধ্যে রয়েছে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, কোচ রেস্তোরাঁ, বন্দে ভারত এক্সপ্রেস ইত্যাদি। এরই মধ্যে আবার নতুন একটি ট্রেনের উদ্বোধন হলো। নতুন ট্রেনের উদ্বোধন বাংলার বাসিন্দাদের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
প্রধানমন্ত্রীর হাত দিয়ে মঙ্গলবার নতুন যে ট্রেনটি চালু হলো সেটি চলবে আসানসোল জংশন থেকে। নতুন এই ট্রেনের জন্য দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দাদের দাবি দাওয়া ছিল বলেই জানা যাচ্ছে রেল সূত্রে। আর তারই পরিপ্রেক্ষিতে এই ট্রেনটির সূচনা হলো। সবচেয়ে বড় বিষয় হলো নতুন এই ট্রেনটি একটি ভিস্তাডোম কোচ (New Vistadome Coach Train for WB) নিয়ে দৌঁড়াবে। আসানসোল থেকে গিরিডি রুটে সরাসরি কোন ট্রেন আগে ছিল না। যে কারণে নতুন এই ট্রেন চালু হওয়ার পরিপ্রেক্ষিতে যাত্রীরা ভিস্তাডোম কোচে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন ? New Train in WB: আরও একটি নতুন ট্রেনের পথ চলা শুরু হল বাংলায়, চলবে এই রুটে, রইল সময়সূচী
রেলের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে মঙ্গলবার নতুন যে ট্রেনের সূচনা হলো সেটি আসানসোল থেকে হাতিয়া এবং হাতিয়া থেকে আসানসোলের মধ্যে যাতায়াত করবে। ট্রেনটি সপ্তাহে কতদিন যাতায়াত করবে তা সম্পর্কে রেলের তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না করলেও সূত্র জানা যাচ্ছে, সপ্তাহে পাঁচ দিন যাতায়াত করতে পারে। এছাড়াও সূত্রের খবর, মঙ্গলবার আনুষ্ঠানিক সূচনা হওয়ার পর দিন দুয়েকের মধ্যেই বাণিজ্যিক যাত্রা শুরু হয়ে যাবে।
আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের এখনো পর্যন্ত সূচি প্রকাশ করা না হলেও 13513 আসানসোল হাতিয়া এক্সপ্রেস আসানসোল থেকে ভোর ৪:১০ মিনিটে ছাড়বে এবং হাতিয়া পৌঁছাবে দুপুর ২ টোর সময়। অন্যদিকে 13514 ট্রেনটি দুপুর ৩টের সময় হাতিয়া থেকে আসানসোলের উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি আসানসোল এসে পৌঁছাবে রাত ১১:৪০ মিনিটে।