New Trains: রেলের বড় উপহার, চালু হচ্ছে ৬টি বন্দে ভারত, বাংলা পাচ্ছে নতুন দুটি ট্রেন

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে দেশবাসীকে বিভিন্ন সময় নতুন নতুন ট্রেন উপহার দিয়ে থাকে। ইদানিংকালে নতুন নতুন ট্রেন উপহার দেওয়ার তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে এর পাশাপাশি এবার নতুন ট্রেন হিসাবে জায়গা করতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন (Amrit Bharat Express Train)।

রেল পরিষেবার ওপর যেখানে দেশের কোটি কোটি মানুষ নির্ভরশীল সেই জায়গায় নতুন নতুন ট্রেনের সূচনা দেশবাসীর কাছে বড় উপহারের থেকে কম কিছু নয়। রেলের তরফ থেকে নতুন বছর শুরু হওয়ার আগেই ৬টি বন্দে ভারত, দুটি অমৃত ভারত এবং আরও একাধিক ট্রেন উপহার হিসাবে দেওয়া হতে চলেছে। শনিবার অযোধ্যা থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি এইসব নতুন নতুন ট্রেনের সূচনা হয়ে যাবে।

এদের নতুন যে সব ট্রেনের সূচনা হবে তার মধ্যে দুটি নতুন ট্রেন পাচ্ছে বাংলা। এদিন নতুন যেসব বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে সেগুলি চলাচল করবে দিল্লি থেকে কাটরা, দিল্লি থেকে অযোধ্যা হয়ে লখনউ, দিল্লি থেকে চণ্ডীগড়, বেঙ্গালুরু থেকে কোয়েম্বাটুর, ম্যাঙ্গালোর থেকে মাডগাওঁ, জালনা থেকে মুম্বই রুটে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির তরফ থেকে এদিন সবুজ সংকেত দেওয়ার পর দেশে বন্দে ভারতের সংখ্যা দাঁড়াবে ৪০।

আরও পড়ুন 👉 MLDT to SMVB Amrit Bharat Train Fare: চালু হচ্ছে মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত ট্রেন, ভাড়া কত! সময় কত লাগবে

অন্যদিকে দেশে প্রথম যে দুটি অমৃত ভারতের এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে তার মধ্যে একটি দ্বারভাঙ্গা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনালের মধ্যে যাতায়াত করবে এবং অন্যটি যাতায়াত করবে মালদা টাউন রেল স্টেশন থেকে এসএমভিটি বেঙ্গালুরু পর্যন্ত। উল্লেখযোগ্য বিষয় হলো দেশের প্রথম দুটি অমৃত ভারত ট্রেনের মধ্যে একটি পাচ্ছে বাংলা। তবে এখানেই শেষ নয়, এর পাশাপাশি নতুন বছরের শুরুতেই আরও একটি ট্রেন পেতে চলেছে পশ্চিমবঙ্গ।

রেলের বড় উপহার হিসাবে নতুন বছরের শুরুতেই দ্বিতীয় যে ট্রেনটি পেতে চলেছে বাংলা সেটি ছুটবে শিয়ালদা থেকে বালুরঘাট এবং বালুরঘাট থেকে শিয়ালদা রুটে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকেই শিয়ালদা-বালুরঘাট-শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি যাতায়াত শুরু করে দেবে। বালুরঘাট থেকে সন্ধ্যা ৭টা এবং শিয়ালদা থেকে রাত্রি ১০:৩০ মিনিটে ট্রেনটি রওনা দেবে বলে জানা যাচ্ছে। নতুন বছরের শুরুতেই দুটি নতুন ট্রেন বাংলার কপালে জুটতেই তার রাজ্যের বাসিন্দাদের কাছে পোয়াবারো হয়ে দাঁড়িয়েছে।