৪% DA বৃদ্ধির মাঝেই ফের সুখবর! সরকারি কর্মচারীদের কপাল খুলে দিলেন মমতা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজকোষ টানের মধ্য দিয়ে যাচ্ছে, এমনটাই বারবার দাবি করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay)। তবে রাজকোষে টান পড়লেও কখনো তিনি কোন সরকারি প্রকল্পের সুবিধা দিতে কুণ্ঠিত হননি। সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের বাসিন্দাদের কোটি কোটি টাকা দিলেও আবার রাজ্য সরকারি কর্মচারীরা DA নিয়ে বারবার বঞ্চনার অভিযোগ তুলছিলেন। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি-দাওয়া অনেক থাকলেও সম্প্রতি মমতা বন্দোপাধ্যায় ৪% ডিএ বৃদ্ধি করেছেন।

Advertisements

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেখানে ৪৬ শতাংশ ডিএ পান সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে বেড়ে এখন হচ্ছে ১০%। স্বাভাবিকভাবেই এই ৩৬ শতাংশের পার্থক্য অনেকেই মেনে নিতে পারছেন না। তবে আবার সরকারি কর্মচারী মহলের একাংশ মমতা সরকারের ৪ শতাংশ DA বৃদ্ধিতেই খুশি। অন্যদিকে সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির মুহূর্তেই আরও একটি সুখবর নিয়ে হাজির রাজ্য সরকার।

Advertisements

নতুন করে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে সুখবর রয়েছে তা হলো পদোন্নতির বিষয়ে। এই সুখবর রাজ্য সরকারের অধীনস্থ সচিবালয়ের কর্মীদের জন্য। কেননা রাজ্য সরকারের তরফ থেকে এবার কয়েক ডজন নতুন পদ তৈরি করা হয়েছে। নতুন পদ তৈরী করা মানেই পদোন্নতির সুযোগ বেড়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের। আর পদোন্নতি মানেই বেতন বৃদ্ধিও। সরকারের এই সিদ্ধান্ত এবার সরকারি কর্মচারীদের নতুন করে কপাল খুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

আরও পড়ুন ? মমতার ৪% DA বৃদ্ধি! এবার কত বেশি বেতন পাবেন স্কুল শিক্ষকরা! দেখুন পুরো হিসেব-নিকেশ

বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, নতুন ৯২ টি পদ তৈরি করা হচ্ছে। এই ৯২ টি পদের মধ্যে ৩৮ টি পদ থাকবে সহ সচিব হিসাবে। উপ সচিব হিসাবে থাকবে ৩৬ টি পদ। যুগ্ম সচিব এবং অতিরিক্ত সঠিক হিসাবে আরও ১০ টি পদ তৈরি করা হবে। আরও এদিক ওদিক করে আটটি পদ তৈরি করা হচ্ছে। এই সমস্ত পদে পদোন্নতির সুযোগ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

যে সকল সরকারি কর্মচারীরা সচিবালয় সার্ভিসের সঙ্গে যুক্ত তারা এই সকল পদগুলিতে প্রমোশনের সুযোগ পাবেন। এছাড়াও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত হওয়া কোন কর্মচারী এবার অতিরিক্ত সচিব পদমর্যাদাতেও যেতে পারবেন। এক্ষেত্রে এতদিন ধরে যে সকল কর্মচারীদের প্রমোশন হচ্ছিল না অথবা প্রমোশন নিয়ে কোন সমস্যা দেখা দিচ্ছিল তাদের অনেক সমস্যা দূর হবে। তারা এবার যোগ্যতা অনুযায়ী সন্তুষ্টির প্রমোশন পাবেন বলেই মনে করা হচ্ছে।

Advertisements