নিজস্ব প্রতিবেদন : নিজের নামে জমি না থাকলে সেই জমিতে বাড়ি করা যায় না। এটাই রয়েছে দীর্ঘদিনের প্রচলিত নিয়ম। তবে রাজ্যের বড় অংশের মানুষ রয়েছেন যাদের নিজের জমি নেই, তারা মূলত ঠিকা জমিতে বসবাস করে থাকেন। ঠিকা জমিতে বসবাস করার কারণে তারা নিজেদের চাহিদা মত বহুতল (House on lease land) করতে পারেন না। কিন্তু এবার এই নিয়মে বদল আনলো রাজ্য সরকার (WB State Government)।
রাজ্য সরকারের তরফ থেকে মূলত বস্তিবাসীদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় পাশ হয়ে গিয়েছে দি ওয়েস্টবেঙ্গল ঠিকা টেন্যান্সি সংশোধনী বিল। এই বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় এই বিষয়ে ছাড়পত্র দেওয়ার কাজও শুরু হয়েছে। দেখে নেওয়া যাক কোথায় মিলবে এমন সুবিধা।
এতদিন এই ধরনের ক্ষেত্রে বহু তল তৈরি করার জন্য ছাড়পত্র দেওয়া হতো কলকাতা পৌর নিগম এলাকায়। একইভাবে ছাড়পত্র দেওয়া হতো হাওড়া পৌরসভার তরফ থেকেও। তবে এবার কেএমডিএ-র তরফ থেকেও এই ধরনের ছাড়পত্র দেওয়ার কাজ শুরু হল। ফলে কেএমডিএ এলাকায় থাকা মানুষেরাও তাদের ঠিকা জমির উপর বহুতল তৈরি করার ছাড়পত্র পাবেন। ঠিকা জমিতে বহুতল তৈরি করার আবেদন জানালেই সঙ্গে সঙ্গে ছাড়পত্র মিলবে বলেই জানা যাচ্ছে।
আরও পড়ুন ? Central Govt Home loan Scheme: লোন নিয়ে বাড়ি করতে চান! এবার বড় সুখবর দিল কেন্দ্র
যারা ঠিকা জমিতে বহুতল তৈরি করার জন্য আবেদন জানাবেন তারা ১৫ দিনের মধ্যে ঠিকা জমির লিজ ডিডের পাশাপাশি ঠিকা মিউটেশন পেয়ে যাবেন। যে সমস্ত ক্ষেত্রে আইনি জটিলতা রয়েছে তাদেরও কোন চিন্তা নেই। কেননা তাদেরও দু’মাসের মধ্যে সমস্যা মিটে যাবে। এছাড়াও ঠিকা ভাড়াটে বিল্ডিং প্ল্যানের জন্য আবেদন করলে ১৫ দিনের মধ্যে অনুমোদন পাওয়া যাবে।
নতুন এই সংশোধনী আইনের ফলে বেশ কিছু সমস্যা মিটে যাবে বলেই মনে করছেন রাজ্যের নেতা মন্ত্রীদের পাশাপাশি বিশেষজ্ঞরা। যেমন এই আইনের ফলে ঝুপড়ি, বস্তি ইত্যাদির অনেকটাই অবস্থান ঘটতে শুরু করবে। কেননা এসবের পরিবর্তে তারা ওইসব জমিতে নিজেদের বাড়ি করতে পারবেন। এর পাশাপাশি ওই সকল বস্তিবাসীদেরও অনেক উপকার হবে। তারা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে অন্যান্য কঠিন পরিস্থিতির মধ্যে থেকে রক্ষা পাবেন।