করোনা ছাড়াও আরও চারটি রোগ হলেই মিলবে ছুটি, ঘোষণা নবান্নের

নিজস্ব প্রতিবেদন : করোনা বা কোভিড-১৯ এর কবলে পড়ে নাজেহাল গোটা বিশ্বের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে অতিমারি বলে চিহ্নিত করেছে। বর্তমান নিয়ম অনুযায়ী, করোনাতে কেউ বা কারোর পরিবারের কেউ আক্রান্ত হলে তার কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। সেক্ষেত্রে সরকারি কর্মচারীদের কোয়ারেন্টাইনের জন্য মিলে ছুটি।

তবে এই করোনাকে বাদ দিয়েও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আরও চারটি ভাইরাস ঘটিত রোগকে সংক্রামক রোগ বলে ঘোষণা করা হলো। আর এই ঘোষণার সাথে সাথেই নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হল করোনা সহ এই চার ধরনের সংক্রামক রোগে কোন কর্মী আক্রান্ত হলে তারা ১৪ দিনের কোয়ারেন্টাইনে যেতে পারেন।

নবান্নের তরফ থেকে খাতা-কলমে যে পাঁচটি রোগের সংক্রামক রোগ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলি হল, ১) কোভিড-১৯, ২) সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম), ৩) মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম), ৪) এভিয়ান/নভেল ইনফ্লুয়েঞ্জা এবং ৫) ক্রিমিন কঙ্গো হেমোরেজিক ফিভার।

নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কর্মী অথবা তাদের পরিবারের কারোর এই পাঁচটি রোগের যেকোনো একটির সংক্রমণ ঘটলে সেই কর্মচারী ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতে পারেন। তবে সে ক্ষেত্রে নির্দিষ্ট দপ্তরকে টেস্ট রিপোর্ট দেখান ও বাধ্যতামূলক।

পাশাপাশি নবান্নের তরফ থেকে এটাও জানানো হয় যে, আক্রান্ত ব্যক্তি সর্বোচ্চ ২১ দিনের ছুটি পেতে পারেন। আর এই ছুটির জন্য কোনরকম বেতন টাটা হবে না সরকারের তরফ থেকে।