কৃষকদের জন্য সুখবর, ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ালো রাজ্য সরকার

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশজুড়ে চলছে কিন্তু সরকারের নতুন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন। আর এই আন্দোলনে শামিল হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও। আর এই আন্দোলনের পাশাপাশি এবার রাজ্য সরকারের তরফ থেকে একটি সুখবর দেওয়া হল রাজ্যের কৃষকদের। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হলো ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর কথা।

Advertisements

Advertisements

রাজ্য খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১লা নভেম্বর খরিফ মরশুমের ধান সংগ্রহ করার কাজ শুরু হবে। আর এই ধান ক্রয়কালীন রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের কৃষকদের ধানের ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে ৫০ টাকা করে বেশি দেওয়া হবে কুইন্টাল প্রতি। অর্থাৎ ১লা নভেম্বর থেকে কুইন্টাল প্রতি ধানের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ছে ৫০ টাকা।

Advertisements

এর আগে পর্যন্ত রাজ্যের চাষিদের ধানের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে দেওয়া হতো ১৮১৮ টাকা। বর্তমানে তা বেড়ে হচ্ছে ১৮৬৮ টাকা। এর পাশাপাশি ধানের ন্যূনতম সহায়ক মূল্য হিসেবে কোনটি বাড়তি আরও ২০ টাকা পাওয়ার সুযোগ রয়েছে চাষীদের সামনে। এর জন্য চাষীদের ধান বিক্রি করতে হবে সরকার নির্ধারিত সেন্টারগুলিতে। তাহলেই পাওয়া যাবে আরও বাড়তি ২০ টাকা কুইন্টাল প্রতি।

Advertisements