নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ DA বৃদ্ধি করার ঘোষণা করা হয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪৬ শতাংশ DA পান সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীদের DA চার শতাংশ বৃদ্ধি পাওয়ার পর দশ শতাংশ হলেও স্বাভাবিকভাবেই তাতে তারা খুশি নন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Bandopadhyay) বারবার রাজ্যের সরকারি কর্মচারীদের খুশি করে থাকেন ছুটিতে।
উৎসব অনুষ্ঠান সহ বিভিন্ন কারণে হামেশাই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারি কর্মচারীদের নতুন নতুন ছুটি দিয়ে থাকে। সেক্ষেত্রে রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা এইসব ছুটি পেলেও বহু ক্ষেত্রেই একাধিক ছুটি থেকে বঞ্চিত হন ব্যাঙ্ক, বিমা সেক্টরের কর্মীরা। এবার এই সকল কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নবান্নের তরফ থেকে বাড়তি তিনটি ছুটির ঘোষণা করা হলো। বাড়তি তিনটি ছুটির ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশিতে ডগমগ এইসব সেক্টরের কর্মীরা।
এইসব সেক্টরের সরকারি কর্মচারীদের জন্য এবার ছুটির ঘোষণা করা হয়েছে মূলত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের (NI ACT) আওতায়। মঙ্গলবার এই বিষয়ে নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। নতুন বছর অর্থাৎ ১ জানুয়ারি থেকেই এইসব ছুটি চালু হয়ে যাবে। এক্ষেত্রে এতদিন পর্যন্ত ব্যাঙ্ক, বিমা সহ যেসব সেক্টরের কর্মীরা ছুটি পেতেন না তারাও এবার ছুটি পাবেন।
আরও পড়ুন ? এবার সরস্বতী পুজোয় টানা দু’দিন ছুটি, দেখে নিন কোন কোন দিন বন্ধ থাকবে স্কুল
রাজ্য সরকারের তরফ থেকে কয়েকটি বিশেষ দিন, উৎসবে আলাদা করে ছুটি দিয়ে থাকলেও এই সকল সেক্টরের কর্মীরা, সেই ছুটি পেতেন না। এরই পরিপ্রেক্ষিতে ওই সকল সেক্টরের মধ্যে ব্যাঙ্ক অফিসারদের একটি সংগঠন রাজ্য সরকারের কাছে তিন দিন ছুটি দেওয়ার জন্য আবেদন জানায়। নভেম্বর মাসে জানানো সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার রাজ্য সরকারের তরফ থেকে বাড়তি তিন দিন ছুটি দেওয়ার ঘোষণা করে দেওয়া হলো।
এনআই এ্যাক্ট অনুযায়ী এতদিন পর্যন্ত ব্যাঙ্ক, বিমা সহ এই ধরনের সেক্টরের কর্মীরা বছরে মোট ২১ দিন ছুটি পেতেন। রাজ্য সরকারের তরফ থেকে এবার বাড়তি তিন দিন ছুটি ঘোষণা করে দেওয়াই তারা মোট ২৪ দিন ছুটি পাবেন। নতুন যে তিন দিন ছুটি বৃদ্ধি করা হচ্ছে সেগুলি হল ইংরেজি নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি, ছট পুজো এবং জন্মাষ্টমী।