কারচুপির কোন জায়গায় নেই! রেশনে এবার অভিনব নিয়ম চালু করল রাজ্য

নিজস্ব প্রতিবেদন : প্রতিটি নাগরিকের খাদ্যের অধিকার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে রেশন (Ration) ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই রেশন ব্যবস্থার মধ্য দিয়েই ন্যূনতম চাহিদা হিসাবে দুঃস্থ দরিদ্র মানুষদের বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। তবে রেশন বিতরণ নিয়ে রেশন ডিলারদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কারচুপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অভিযোগ রেশন ডিলারদের বিরুদ্ধে তুলে থাকেন গ্রাহকরা। এই সকল পরিস্থিতির মোকাবিলায় এবারে কড়া হাতে ব্যবস্থা গ্রহণ শুরু করলো রাজ্য।

রেশন ডিলারদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে একটি বড় অভিযোগ হল জিনিসপত্র ওজনে কম দেওয়া। এই অভিযোগ দীর্ঘদিনের। অন্যান্য ক্ষেত্রে যে সকল অভিযোগ রয়েছে সেগুলির সমাধান প্রায় হয়ে এলেও এই সমস্যাটি নিয়ে গ্রাহকদের অভিযোগ থেকেই যাচ্ছিল। এবার এই সমস্যা সমাধানের জন্য উঠেপড়ে লাগলো রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর।

সূত্র মারফত জানা যাচ্ছে, এমন সমস্যার সমাধানের জন্য রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে ২১ হাজার রেশন দোকানে বৈদ্যুতিন ওজন যন্ত্র বা ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন বসানো হবে। আগামী জুন মাসের মধ্যেই এই কাজ সেরে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ওই ইলেকট্রিক্যাল ওয়েট মেশিন রেশন দোকানে থাকা ই-পসগুলির সঙ্গে সংযুক্ত থাকবে।

এই ব্যবস্থার ফলে গ্রাহকরা ঠিক কত পরিমাণ রেশন সামগ্রী পাচ্ছেন তা ই-পসের মাধ্যমে আপডেট হয়ে সঙ্গে সঙ্গে চলে যাবে খাদ্য ও সরবরাহ দপ্তরের সার্ভারে। এই পদ্ধতি ব্যবহার করে রেশন সামগ্রী প্রদান নিয়ে যে সকল কারচুপি রয়েছে তার উপর পুরোপুরি লাগাম টানা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, সাধারণ উপভোক্তারা যাতে তাদের প্রাপ্য খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে কোনো রকম ভাবে বঞ্চিত না হন তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন এই ব্যবস্থার ফলে যেমন উপভোক্তারা তাদের সঠিক পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন ঠিক সেইরকমই যে সকল রেশন ডিলার অসৎ উপায় অবলম্বন করেন তাদের উপরেও নজরদারি রাখা সহজ হবে।