৩৫ হাজার চাকরি, রাজ্যে শুরু হচ্ছে নতুন কর্মসূচি ‘জীবন হাব’

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে কর্মসংস্থান নেই, বিরোধীরা বারংবার এই অভিযোগে রাজ্য সরকারকে বিদ্ধ করতে লক্ষ্য করা যায়। তবে তৃণমূল সরকার তৃতীয়বারের জন্য সরকার গঠন করার পর এই সকল দিকেই তৎপরতা শুরু করেছে। সম্প্রতি রাজ্যে হাজার হাজার চাকরি দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প ‘জীবন হাব’ শুরু করা হচ্ছে।

রাজ্য সরকারের তরফ থেকে গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়াতে উদ্যোগ নিতে শুরু করেছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর। এই লক্ষ্য নিয়েই এই নতুন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জানা যাচ্ছে প্রাথমিকভাবে এই কর্মসূচি শুরু হবে খড়দহ বিধানসভা এলাকার অন্তর্গত ব্যারাকপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিলকিন্দা গ্রাম পঞ্চায়েতে। পরীক্ষামূলকভাবে এই কর্মসূচি চলার পর তা সফল হলে রাজ্যের সর্বত্র ছড়িয়ে দেওয়া হবে।

এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের মানুষকে ক্ষুদ্র এবং কুটির শিল্পে আগ্রহী করে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার মধ্য দিয়েই কর্মসংস্থানের দিশা দেখাবে রাজ্য সরকার। এই দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো জানিয়েছেন, “ব্যারাকপুরের পর কাজ শুরু হবে মেদিনীপুরের শালবনিতে। সেখানে চারটি গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হবে। সফল হলে তবে রাজ্যের অন্যান্য প্রান্তে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

এই কর্মসূচির মধ্য দিয়ে ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি করা হচ্ছে। মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আরও জানিয়েছেন, “এই লক্ষ্যে প্রথমে ব্লকে ব্লকে প্রশিক্ষণ দেওয়ার কাজ দ্রুত শুরু হবে। তারপর দক্ষতা অনুযায়ী মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।”